আমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি। এটা কি কোটা আন্দোলন ছিলো? নাকি হাসিনা খেদাও আন্দোলন ছিলো। আমার মতে এটা কোন ভাবেই কোটা আন্দোলন ছিলো না। এটা বৈষম্য বিরোধীও ছিলো না। এটা ছিলো হাসিনা খেদাও আন্দোলন।
এটা হাসিনা খেদাও আন্দোলন ছিলো:
এটা কোটা আন্দোলন এর প্যাকেটে হাসিনার পতন আন্দোলন ছিলো। আন্দোলন চলাকালিন থানায় হামলা ও অস্ত্র লুট হয়। নরসিংদী জেলখানা আক্রমণ করে কয়েদিদের পালাতে সাহায্য করে। শুধু নরসিংদী জেলখানা নয় গাজীপুর হাই সিকিউরিটি জেল খানাতেও আক্রমণ করা হয়। ৬ তারিখে বিভিন্ন জেলখানায় আক্রমন করা হয়। পুলিশদের অস্ত্র লুট, জেলখানা থেকে আসামি ছিনতাই। এসব কিসের লক্ষণ। এগুলো তো কোটা আন্দোলন হতে পারে না। এগুলো সন্ত্রাসী কার্যক্রম।
এটা কোটা আন্দোলন ছিলো না:
হাসিনা ক্ষমতাচ্যুদ হলে উমুক দল ক্ষমতায় যাবে। দেশ চালাবে। এই নিয়্যতে বিভিন্ন সম্বানায়ক আন্দোলন করে। দেশের জণগন এর অনুপাতে সরকারের জনবল কম। এই কম জনবল দিয়ে প্রশাসন চালানো মুসকিল। জনগণ কে সেবা দেওয়া কঠিন। কেউ কি বলেছে, দেশের জনসংখ্যার অনুপাতে শূন্য পদ সৃষ্টি করুন? কেউ কি বলেছেন, বেতন বাড়ান। বলে নাই। তাই এটা কোটা আন্দোলন ছিলো না।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২৫ রাত ১০:১৩