
জনস্বার্থে আমার এই পোস্ট প্রথম পৃষ্ঠাতে আনুন।
২০১১ সাল। তখন আমি এসএসসি দিয়ে ইন্টারে ভর্তি হই। তখন আমাদের দেশে 2G ছিলো। Nokia 5130 ছিলো সে সময়ের স্মার্ট ফোন। এই মোবাইল দিয়ে অনেকের ফেসবুক একাউন্ট খুলে দিছি। যাদের যাদের ফ্রি ফেসবুক একাউন্ট খুলে দিয়েছিলাম তারা কেউ পরে পাসওয়ার্ড মনে রাখতে পারে নাই। পরে এরাই আবার কম্পিউটার এর দোকানে দিয়ে ১০০ টাকা দিয়ে ফেসবুক একাউন্ট খুলে এসেছে।
আবার তাদের একাউন্ট ছিলো খুব সহজ। যেমন মোবাইলৈ নম্বরের শেষের ৬ ডিজিট। জন্ম তারিখ। ইত্যাদি।
পাসওর্য়াড যাতে হ্যাক না হয় সে জন্য কিছু করতে হবে। যেমন:
০১। পাগলা পাসওয়ার্ড দিতে হবে। যা সহজে অনুমান করা যাবে না। যেমন vGjncidhfsaj114vv?#@.
০২। মাসে অন্তত একবার পাসওর্য়াড পরিবর্তন করিতে হবে।
০৩। 2 Step Verification খুলে রাখলে ভালো হয়।
০৪। সাইবার ক্যাফে অবশ্য এখন কেউ যায় না। তারপরেও সাইবার ক্যাফে থেকে আসার আগে লগ আউট করে নিতে হবে।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৮:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




