
আপনি যদি রাউটারের নাম বা পাসওর্য়াড পরিবর্তন করতে চাইলে আপনাকে প্রথমে ব্রাউজারে ডুকুন। পরে এড্রেস বারে http://192.168.0.1 বা http://192.168.1.1 এ ঢুকুন। পরে User ID এবং Password উভয় ক্ষেত্রে admin লিখুন।
পরে Wireless এ যাবেন।

পরে পাসওর্য়াড পরিবর্তন করতে চাইলে Wireless Security এ যাবেন।
Wireless Password এ গিয়ে আপনার পছন্দের পাসওর্য়াড দিবেন।

192,168.0.1 এ যখন “admin” পাসওর্য়ড কাজ না করলে রাউটার রিসেট দিন। আর রাউটার রিসেট দেবার আগে আপনার রাউটারের এর সার্ভিস প্রোভাইডরের দেয়া ইউজার আইডি ও পাসওর্য়াড নিয়ে রাখুন।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




