
২০০১ সাল:
০১। তখন এই মডেলের নকিয়া মোবাইল বড়লোকদের হাতে সোভা পেত।
০২। তখন এই ধরনের মোবাইলের দাম ছিল সর্মনিম্ন ৩০ থেকে ৪০ হাজার এর কাছাকাছি।
০৩। গ্রামিন ফোন আর একটেল সিম কার্ড এর মূল্য ছিল ১৬- থেকে ২০ হাজার এর মধ্যে।
০৪। কল রেট ছিল ৯ টাকা/ ১০ টাকা মিনিট
০৫। তখন রিচার্জ করার জন্য ৩০০, ৬০০, ৯০০, ১২০০ টাকার কার্ড পাওয়া যেত।
০৬। ২০০১ সালের মধ্যে মোবাইল নেটওয়ার্ক প্রায় ৮০% স্থানে কভারেজ হয়ে গেছিল।
০৭। তখন মোবাইল চালাত হাই প্রফাইল লোক। যেমন সচিব, মন্ত্রি, বড় বড় ব্যাবসায়ী, বিচারক, ব্যাংকের বড় বড় কর্মকর্তা।
০৮। তখন মোবাইল এতটাই স্ট্যাটাস বহন করিত যে, পাত্রের পরিবারে মোবাইল আছে তার মানে ঐ পরিবারে মেয়ে বিয়ে দিতেই হবে।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




