
=> শেখ শাদী (রঃ) সাধারনত খুবই সাদাসিধে জীবনযাপন করতেন। একবার এক দাওয়াতে তিনি ছেড়া ও নোংরা কাপড় চোপড় পড়ে চলে গেলেন। তাই মেজবান তাকে চিনতে না পেরে ফকির ভেবে অপেক্ষাকৃত কম ও অনুন্নত খাবার দিলেন। শেখ শাদী বিষয়টি বুঝতে পারলেন। তিনি ঐ কম ও অনুন্নত খাবার খেয়ে ফিরে এলেন এবং কিছুদিন পর আবার ভালো ও শাহেনশাহী কাপড় চোপড় পড়ে ঐ বাড়িতে গেলেন। এবার তার সামনে সকল উন্নত খাবার দাবার ও যথাযত সম্মান দেখানো হলো। তিনি খাবার খেতে বসে কিছু খেলেন এবং কিছু খাবার তার পরনে পরা জামার পকেটে ঢুকালেন ।
এই অবস্থা দেখে মেজবান প্রশ্ন করলেন, জনাব এটা কি করছেন ?
জবাবে শেখ শাদী (র) বললেন, কিছুদিন আগে আমি এসেছিলাম, আমার শরীরে ছিলো ছেড়া ও নোংরা কাপড়। তাই আপনি আমাকে যেভাবে সম্মান দেখালেন এখন আমার বেশভুসার কারনে আমাকে তার ছেয়ে অনেক বেশি সম্মান দেখিয়েছেন। তাই ভাবলাম এই সম্মান ও খাবার দাবার আমার প্রাপ্য নয়, ওগুলো সব ঐ বেশভুসার।
=> আপনি বড়লোক নাকি গরিব সেটা জামা কাপড়ে বুঝা যায়। যেমন: আপনি গরিব হলে সারাদিন লুঙ্গি পড়ে ঘুরবেন। আর আপনি বড়লোক হলে পেন্ট শার্ট বা দামী কাপড় পড়বেন। আপনি দেশি নাকি বিদেশী সেটাও জামা কাপড় পড়লে বুজা যায়।
আপনার পেশাগত পরিচয় ও এই পোষাকে বুঝা যায়। যেমন ডাক্তার, পুলিশ, উকিল, সেনাবাহীনি, নৌ বাহিনী সব পোষাকেই বুঝা যায়। আপনি ছাত্র নাকি ছাত্র না সেটা স্কুলের ইউনিফর্ম পড়া থাকলে বুঝা যায়।
সুতরাং জামাই সব।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২২ সকাল ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



