^.^
-U want forgiveness? Ask my family for forgiveness-হারকিউলিস তার বউ ছেলে মেয়ে হত্যাকারীকে এটাই বলেছিল।
সব অপরাধের ক্ষমা হয় না। সব বিষয়ে ক্ষমা করার অধিকারও থাকে না।
ব্লগার চরনবিল এর একটা লেখা শর্টকাটে বলি
"আপনি পুরুষ মানুষ হয়েছেন, আর আপনার বিসিএস নাই, ভালো চাকুরি নাই, আবার বাবার বা নিজের টাকাও নাই। ভুলেও নিজেকে পুরুষ ভাববেন না। যেদিন বউ চলে যাবে সেদিনই বুঝবেন নিজেকে ভুল জেনেছেন। 'ভালবাসার সাথে টাকার সম্পর্ক নেই' এই কথা যে বলে তার দুই গালে কষে থাপ্পড় দিন। নিকৃষ্টতম মিথ্যাটি সে আপনাকে বলেছে।টাকা সবারই লাগে। অথচ বেশিরভাগ ক্ষেত্রে এটি থাকে পুরুষের পকেটে। এর ওজন ও ব্যাথা প্রতিটা পুরুষকে বইতে হয়। টাকা না থাকলে কোন মেয়ে অমানুষ হয়ে যায় না, কিন্তু একটি পুরুষ মহিলা হয়ে যায়।টাকা আসে, আবার চলে যায়। মাঝ থেকে ভালবাসাটা নিয়ে গেলে আর কষ্টের সীমা থাকে না।“
জীবনে নেতিবাচক অনেক কিছুই থাকবে।কিন্তু এ সবের সাথে ক্ষমার কি সম্পর্ক?
ভালবাসলেই মানুষ সম্ভবত সবচেয়ে ক্ষমা করতে পারে। অনেক দিনের জমে থাকা অভিমানকে যেমন এক নিমিষে শেষ করে দিতে পারে তেমনি পারে হটাত করে প্রচন্ড রেগে গিয়েও আবার টুপ করে জড়িয়ে ধরতে।
ছেঁড়ে গেলেও তাই বলতে পারে ওর কোন দোষ নেই...ওর কোন দোষ নেই...
নিজের দোষগুলোই খুঁজে ফিরে বেড়াতে পারে তাও মনকে প্রবোধ দেবার জন্য নয়, ভালবাসার সুখী জীবন কামনায়…
^.^
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




