কেমন আছি? এর উত্তর আসলে এক কথাতে হয় না। কারন মানুষ না হলেও ৩/৪ রকম থাকে।
মনঃরোগ বিশেষজ্ঞের কাছে অনেক টাকা না থাকলে কিংবা পাগল হয়ে যাচ্ছি এই আশংকা না থাকলে সহজ়ে যাওয়া হয়ে উঠে না। তারপরও কাল এক বন্ধুর কাছ থেকে শোনা ফ্রি ডক্টর’স টিপস ফর দোজ হু স্লাইটলি এডমিট দ্যাট দে আর নট মেন্টালি সাউন্ড।
-মনের গোপন কথা কাউকে না কাউকে অবশ্যই বলুন আর না হলে হার্ট এটাক/ স্ট্রোক/ ব্রেইন হেমারেজ এর জন্য প্রস্তুত থাকুন।
-আর তা না পারলে অন্তত একা একা বলুন।
-নদীর পাড়ে বসে বলুন আর নদীতে হাত দিয়ে ঢেউ দিন। ঢেউয়ের দিকে তাকিয়ে থাকুন।
-নদী নেই? বাথরুমের আয়নাতে পানি ঢেলে দিন। নিজের অস্বচ্ছ প্রতিবিম্ব দেখুন আর না বলা কথা গুলো বলুন।
বড় বড় ডাক্তারের কথা। তবে গানের কথাও “আমার মনের কথা রইল মনে বইলো নদীর ঢেউ...জানল না তো কেউ... ... ”
আয়নার দিকে তাকিয়ে থাকা, কখনো সখনো কাঁদাটা মনে হয় অনেক কমন।
কখন তাকাবে ?
যখন তোমার ভালবাসা দেখে সেও তোমাকে ভালবেসে ফেলে। যে কখনোই ভালবাসবে না বলে এক রকম ডিসাইডেড ছিল সেই হটাৎ তোমার প্রেমে পড়ে যাবে। আর অদ্ভুত এক অনুভুতির জন্ম দিবে। অনুভুতির মাত্রা রিখটার স্কেলে বেড়ে গেলে কমপ্লেইনও শুরু হবে। ঘুরে ফিরে তাই আবার আয়না অথবা ...নদী।
আমার একটা নদী ছিল জানলো না তো কেউ...
মনের কথা রইলো মনে বইলো নদীর ঢেউ...
আস্ক ইউরসেলফ- তুমি কি বেঁচে আছ?
না তুমি আসলে বেঁচে নেই। তুমি জাস্ট সারভাইভ করছ। সারভাইভ ইস নট অল দ্যট ইউ ওয়ান্ট। দেয়ার ইস নো হোপ। কিন্তু আশাই এই মুহুর্তে তোমার কাছে সব। কতবারই তো বললে যে সব কিছু পিছনে ফেলে এসেছ।
কিন্তু তাই কি? মিস করছি কিনা সেটা কেন তবে ভাবছ?? মিস করার মত কেউ ছিল কিনা তারও সদুত্তর নেই।
The person who wants nothing has no price. আমার মূল্য নির্ধারন করা যাবে না। আমাকে কেনাও যাবে না। চাই-ই-চাই এমন চাওয়া আমার কোন দিন ছিল না।
মনের কথা মনে রইলো বইলো নদীর ঢেউ...জানলো না তো কেউ...জানলো না তো কেউ ...
^.^
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




