আমরা তো বলতাম অফিস টাইমটা যা পারো একটু রিলাক্স করে নাও। এরপর কিন্তু আর সময় পাবে না। বিকেলে টেনিস, ক্রিকেট, ব্যাডমিন্টন।
ফিরে এসে ফ্রেশ হয়ে সবাই একসাথে নাস্তা। এরপর বসতো কার্ড খেলার আসর। নয়তো মুভি শো
অবশেষে গত মাসের মাঝামাঝি আমার ট্রান্সফারের কথা শুনতে পাই। অপেক্ষা করি কবে পোস্টিং অর্ডার আসবে। শেষ পর্যন্ত ২৪ আগস্ট আমাকে ঢাকায় রিপোর্ট করতে বলা হয়। ২০ তারিখ এখান থেকে মুভ করবো ঠিক করলাম। দিন ঘনিয়ে আসে। আমার আর ভাল লাগে না। এখানকার সব কিছু যেন আমার দিকে তাকিয়ে বিদ্রুপ করে। বলে যাও আমাদের ছেড়ে, দেখবো কেমন থাকো ! গভীর রাতে যখন রুপসা নদীর দিকে তাকাই আমার কান্না আসে। গত ১১ মাস ধরে প্রত্যেকটা মহুর্তের সাক্ষী হেয়েছে সে। আমার আর যেতে ইচ্ছা করে না।
রুপসা নির্বাক তাকিয়ে রয়.....
কাল আমি চলে যাব। আজ ফেয়ারওয়েল দেয়া হল। আমাকে যখন বললো কিছু বলতে আমি কথা বলতে পারি না। খুজে পাই না কিছু। এদিক ওদিক তাকাই। আমি শুরু করি। শেষ আর করতে পারি না। ভেতরটা ভেঙে যাচ্ছে........
আমি যেতে চাই না.............
আমি বিদায় চাই না.............
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




