> উফফ শিট ! আজকেও দেরি হয়ে যাচ্ছে... ইমু খুব ভয়ে আছে, এমনিতেই সে প্রতিদিন দেরি করে... আজকে কথা দিয়েছিলো যে দেরি করবে না... মনে মনে ভাবছে নাহ আজকে রাগ ভাঙ্গানোর জন্য কিছু একটা নিয়ে যেতে হবে...
.
-- সরি আজকেও দেরি হয়ে গেল...
- আপনি কোনদিন আগে আসছিলেন..?
-- উরি বাবা এতো রাগ, বললাম তো সরি... রাস্তায় খুব জ্যাম ছিল...
- এই শোন, তোমার এক অজুহাত শুনতে শুনতে আর ভালো লাগে না...
-- আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, তবে এটাই সত্যি...
- এই, একটু চারপাশে তাঁকাও তো... দেখো তো কিছু বুঝতে পারো কিনা..?
-- তাঁকালাম, কিন্তু কিছুই বুঝলাম না...
- গাঁধা একটা... আমি জানতাম এটাই বলবা...
-- না বুঝলে আর কি করবো বলো..?
- দেখ, সব প্রেমিক তার প্রেমিকার জন্য অপেক্ষা করতেছে... আর তুমি..?
.
অনি মেয়েটা খুব রাগী... ইমুর সাথে অনির রিলেশন অল্পকয়েক দিনের... ইমু আগে কখনো রিলেশন করেনি, তাই প্রথম রিলেশনে খুব অগোছালো... তবুও অনি এই পাগলটাকে ভালোবাসে... অনি চায় এই অগোছালো পাগলটা একদিন তারমতো গোছালো হয়ে যাবে...
.
- এই, কি ভাবছো..? আমি কি বলছি শুনো নায়..?
-- আচ্ছা অনি, তুমি যে আমার জন্য অপেক্ষা করো এতে তোমার কেমন লাগে..?
- খুব রাগ লাগে... মাঝে মাঝে কাঁদতে ইচ্ছা করে আমার...
-- আর যখন আমাকে দেখো, তখন..?
- তখন মনে হয় তুমি আমার গালফুলা রাগ ভাঙ্গানোর জন্য চলে আসছো...
-- আচ্ছা চোখ বন্ধ করো...
- কেন..? চোখ বন্ধ করলে কি হবে..?
-- আহা, করই না... তারপর দেইখো...
- ওকে...
.
ইমুর পাঞ্জাবির পকেট থেকে কিনে আনা পায়েলটা বের করে অনির সামনে ধরলো... এবার বললো -
.
-- চোখ খুলো...
- ওয়াও পায়েল...
.
অনি হাসতেছে ইমু দেখতেছে... একটা ছেলের কাছে সবচেয়ে প্রিয় মুহূর্ত হলো প্রেমিকার হাসি... যে হাসির জন্য ছেলেরা সবকিছু করতে পারে...
.
-- পছন্দ হইছে..?
- হ্যাঁ অনেক... কিন্তু এই পায়েলটা মনে হচ্ছে কোথায় যেন দেখেছি...
-- হ্যাঁ দেখেছো... সেদিন শপিংমল থেকে আসার সময় খেয়াল করেছিলাম তুমি এই পায়েলটার দিয়ে অনেকক্ষণ তাঁকিয়ে ছিলে...
.
ইমুর কথাশুনে অনি যেন আর কিছুই বলতে পারছে না... অনির দু'চোখ টলমল হয়ে গেল... মেয়েরা অল্পতেই খুশি হয়ে যায়... অল্পতেই কেঁদে দেয়... অনি ভাবছে পাগলটা বোকা হলেও মনটা ফুলের মতো পবিত্র... এই মানুষটাকে কখনো হারানো যাবে না...
.
-- এই কি ভাবছো..? পায়েল পেয়ে আমাকে ভুলে গেলে নাকি..?
- এইভাবে দিলে হবে না, পড়িয়ে দিতে হবে...
-- আচ্ছা দাও...
.
ইমু বসে অনির পায়ে পায়েল পড়িয়ে দিচ্ছে... অনি যেমন রাগি তেমনি আবেগী... ইমু পায়েল পড়িয়ে উঠে দেখলো অনির চোখ থেকে গাল বেয়ে টপটপ করে ফোঁটা ফোঁটা পানি পরছে... ইমু অবাক হয়ে বললো -
.
-- আরে কাঁদতেছো কেন..?
- আমাকে কখনো ছেড়ে যাবে নাতো..?
-- ধুর বোকা, ছেড়ে যাওয়ার জন্য তোমাকে ভালোবেসেছি নাকি..? তুমি আমার, আমারই থাকবে...
.
অনি ইমুকে জড়িয়ে ধরে বললো - "পাগল একটা"
.
গল্প : পায়েল / ইমরান হোসেন নীরব !!
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




