> ফার্মগেট ওভারব্রিজে এক ভিক্ষুক বসে থাকে সামনে স্টীলের বাটি নিয়ে... আপনি কি জানেন তার মাসিক আয় কত..? আপনি ধারনা করতে পারবেন না প্রতিদিন সে কত টাকা আয় করে..? কিছুদিন আগে তালাশ টিমে এক প্রতিবেদন দেখিয়েছিলো, সেখানে বলা হয়েছে ঐ ভিক্ষুকের মাসিক আয় ৮০ থেকে ৯০ হাজার টাকা... প্রতিদিনের আয় গড়ে ২ থেকে ৩ হাজার টাকা...
.
ফার্মগেট ও আশেপাশের এলাকায় লক্ষ লক্ষ মানুষ বসবাস করে... প্রতিদিন ফার্মগেট ওভারব্রিজে মানুষ গড়ে যাতায়াত করে ১০ থেকে ১২ হাজার... এই ১০ থেকে ১২ হাজার মানুষের মধ্যে ২ হাজার মানুষ কি দানশীল নেই..? অবশ্যই আছে... ভিক্ষুকের লাভটা সেখানেই... প্রতিজন ১ টাকা করে দিলেও দৈনিক ২ হাজার টাকা... আজকাল আবার ১ টাকা নেই, ২ টাকা করে দিলে ৪ হাজার টাকা ভিক্ষুক বসে বসে পেয়ে যায়...
.
এটাও হয়তো জানেন না, ঐ ভিক্ষুকের যা যা আছে তা হয়তো আপনার আমার নাই... তার ঢাকায় বাড়ি আছে, আছে গাড়িও... ভিক্ষাটাকে তিনি পেশা হিসাবে নিয়ে নিয়েছেন... তাকে বলা হয়েছিলো যে - আপনার তো সবকিছুই আছে তাহলে ভিক্ষা করছেন কেন..? উনি বললো - বসে বসে যখন এত টাকা পাচ্ছি তাহলে বাসায় বেকার হয়ে বসে কি লাভ..?
.
ঢাকার শহরে ফার্মগেটের মত এরকম কয়েকটা মূল পয়েন্টে পয়েন্টে ভিক্ষুকের ছড়াছড়ি... এদের অধিকাংশই ভিক্ষুকদের আয় মাসে এক লাখের কাছাকাছি... পুরো ঢাকায় শহরে ১০ থেকে ১২ হাজার ভিক্ষুক রয়েছে... প্রতি মাসে কোটি কোটি টাকা ভিক্ষুকরা পেয়ে যাচ্ছে অথচ এই টাকার বিপরীতে দেশের কোন উপকার হচ্ছে না...
.
একজন সরকারি কর্মচারীর সর্বনিম্ন মাসিক বেতন ৮ হাজার টাকা... আর ভিক্ষুকরা মাসে পায় গড়ে ৮০ হাজার টাকা... একজন ভিক্ষুক মাসে যত টাকা পায় তা দিয়ে আরো দশজন বেকারকে চাকরী দেয়া যায়... যার ফলে দেশেরও উপকার হবে তেমনি বেকারত্বও কমে যাবে... আর্থিকভাবে সচ্ছল হবে আরো দশটি পরিবার...
.
আজকাল রাস্তায় গ্রাজুয়েশন কম্পিলিট করা শিক্ষার্থীদের অভাব নাই... অথচ এরা অধিকাংশই বেকার... আজকাল সার্টিফিকেট দিয়ে চাকরী পাওয়া যায় না... তারচেয়ে বরং ভ্যান চালিয়ে বিমানের চাকরী পাওয়া যায়... হাতে থালা বাটি নিয়ে লক্ষ টাকার মালিক হওয়া যায়... এরকম হলে পড়াশুনা করার উৎসাহ আসবে কোথা থেকে..?
.
শুধুমাত্র দেশের উন্নয়নের জন্য রাস্তাঘাট আর ব্রিজ বানালেই ডিজিটাল বাংলাদেশ আশা করা যায় না... দেশের উন্নয়ন দিয়ে ডিজিটাল দেশ গড়া সম্ভব নয়... ডিজিটাল করতে হলে বেকারত্ব দূর করতে হবে... না হলে পেটের দায়ে ভিক্ষা করা কিংবা ভ্যান চালানোর উৎসাহটাও দোষের কিছু নয়...
.
মাথার উপর চকচকে পাকা করা ছাদ বানানোর আগে খুটি বানানো দরকার... খুটিটা হয়ে গেলে ছাদ এমনিই হয়ে যায়... তেমনি ডিজিটাল দেশ গড়ার আগে ডিজিটাল মানুষ বানান, দেশ এমনিই ডিজিটাল হয়ে যাবে... তাই নয় কি..?
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




