তখন ক্লাস নাইনে পড়ি... প্রেম, ভালোবাসা, ভালোলাগা, আবেগ, অনুভূতি মনের মধ্যে একটু একটু করে সাড়া দেয়... ভালোলেগে যায় ক্লাসের একটা মেয়েকে... সেই প্রথম অমুভূতি, প্রথম ভালোলাগা সব কিছুই অন্যরকম ছিলো... তবে আমি বেশ ভীতু ছিলাম, কাউকে কিছু বুঝতে দেইনি...
.
প্রতিদিন মাথায় দু'পাশে দুটো বেনী করে ক্লাসে আসতো মেয়েটা... মাঝে মাঝে চোখে হালকা কাজল ও কপালে ছোট্ট করে টিপ দিতো... পরীর মত লাগতো মেয়েটাকে... রোজ মেয়েদের সারির তৃতীয় বেঞ্চের বা'পাশে বসতো... ক্লাসের সবচেয়ে ছোট আর পিচ্চি ছিলো বলে সব মেয়েরাই তাকে পছন্দ করতো...
.
ক্লাস চলাকালে বন্ধুদের মাথার আড়ালে তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম... চারপাশে আমার অনেক বন্ধু ছিলো কিন্তু কেউ বুঝতে পারেনি আর আমিও কিছু বুঝতে দেইনি... টিফিন পিরিয়ডে মেয়েটাকে ফলো করতাম... কোথায় যায় কি করে এসব লক্ষ রাখতাম... প্রতিদিন ঝালমুড়ি কিংবা সমুচা সিঙ্গারা কিনে খেতো...
.
সবচেয়ে মজার বিষয় হলো মেয়েটার সাথে ক্লাস নাইন টেন একসাথে পড়লেও কখনো কথা হয়নি আমাদের... আসলে আমি মেয়েদের সাথে কথাবলা শিখেছি কলেজে উঠে... তখন কোন মেয়ে নিজ থেকে কথা বলতে আসলেও আমি বিরক্তবোধ করতাম... একটা অদ্ভুদ বিষয় হলো, ক্লাসের সকল মেয়েই কোন না কোন কারণে কথা বলতে আসতো কিন্তু ঐ মেয়েটাই আসতো না... কি সৌভাগ্য আমার...
.
মেয়েটা এখন সব জানে... আমি সব বলে দিয়েছি... আমার ফ্রেন্ড লিস্টেও আছে... মাঝে মাঝে কথা হয় আমাদের... তবে কথা হলেও খুব একটা দেখা হয় না... লাস্ট যে বার আমরা দেখা করেছিলাম সেটাই ছিলো আমাদের প্রথম মিট... সেদিনেই আমাদের একে অপরের সাথে অনেকক্ষণ কথা হয়েছিলো...
.
তিন বছর পর যখন মেয়েটার সাথে দেখা করেছিলাম সেদিন বেশ চমকে গেছিলাম... একদম আগের মতই আছে... মাথায় দু'পাশে বেনী ও চোখে হালকা কাজলও ছিলো... শুধু একটু বড় হয়েছে এই আরকি... কথার স্ট্যাইল হাসি তাঁকানো সবকিছুই আগের মতই আছে... শুধু সময় বদলে গেছে, আর কিছু না...
.
রেস্টুরেন্টে বসে কফি ও সালাত খাওয়ার মাঝে যখন মেয়েটার সাথে কথা হচ্ছিলো তখন আমি বার বার ভাবনার রাজ্যে চলে যেতাম... ভাবতাম যে মেয়েটাকে ছোট বেলায় পছন্দ করতাম, সে মেয়েটা এখন আমার সামনে... তিন ঘন্টার কাটানো মুহূর্তটা আমার কাছে তিন মিনিটও মনে হয়নি...
.
মেয়েটাকে এখনো ভালোবাসি কিনা তা জানি না... হয়তো ভালোবাসি, হয়তো না... ছোটবেলায় যেটা ছিলো সেটা পছন্দ... ভালোলাগা... প্রথম অনুভূতি... ভালোবাসতাম কিনা তা বুঝে উঠতে পারিনি... তবে প্রথম অনুভূতি, ভালোলাগা এগুলো চাইলেও ভুলা যায় না... প্রত্যেকের জীবনেই এরকম প্রথম ভালোলাগা, অনুভূতি নিয়ে গল্প থাকে যেটা সে কখনো ভুলতে পারে না...
.
ক্লাসের ছেলেটাও কখনো সেই মেয়েকে ভুলতে পারবে না যাকে সে পছন্দ করতো... আবার ক্লাসের সেই মেয়েটাও কখনো সেই ছেলেকে ভুলতে পারবে না যে ছেলেটা এক নজর দেখার জন্য স্কুল ছুটি হওয়ার আগে গেটের সামনে বোকার মতো দাঁড়িয়ে থাকতো !!
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




