আমার জানা মতে সামহোয়ার ইন ব্লগ হচ্ছে এ দেশের সবচেয়ে স্বাধীন ব্লগ স্পেস। অন্য অনেক অভিজাত ব্লগের সঙ্গে এর তফাত হচ্ছে এখানে সরাসরি রেজিস্ট্রেশন করেই লেখা শুরু করা যায়। এখানে সবাই তার মতামত স্বাধীন ভাবে প্রকাশ করতে পারে। এ ব্গটির মাধ্যমেই আমরা শাশ্বত সত্য নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অসুস্থ শিক্ষার্থীর চিকিতসা ব্যয়ের সিংহভাগ তুলেছি। এ ধরনের আরো নানা কারণে ব্লগটি আমার বন্ধুরা বহুদিন ধরে নানা কারণে ছেড়ে দিলেও আমি ছাড়তে পারি নি। এখানে আঠারো প্লাস শব্দটি যোগ করে অবলীলায় প্রাপ্ত বয়স্কদের জন্যও লেখা ছেপে দেবার স্বাধীনতা আছে, যাকে আমি বলতে চাই বাংলাদেশ পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ লেক স্বাধীনতা।
যা হোক গত ৫ মার্চ আমি প্রথম আলোতে প্রকাশিত মুহাম্মদ জাফর ইকবালের লেখা একটি নিবন্ধের সমালোচনা এখানে প্রকাশ করি যার শিরনাম ছিল ইউনুস, জাফর ইকবাল সমাচার। প্রচুর পরিমাণ সাড়াও আমি পাচ্ছিলাম। বেশিরভাগ লোকই আমার লেখাটির প্রতিবাদ করেছেন এবং আমি যুক্তি খন্ডানোর পর তারা মৌন থেকে সম্মতি জ্ঞাপন করেছেন। এভাবেই বিতর্ক আমাদেরকে জ্ঞানের তীরে নিয়ে যাচ্ছিল। সেখানে অনেকেই তার নিজের অভিজ্ঞতা আর দৃষ্টিভঙ্গী তুলে ধরছিলেন। আর আমি নতুন অনেক কিছুই শিখছিলাম।
কিন্তু গত ছয় মার্চ ২০১১ তারিখে আমি যখন আবার নতুন কোন মন্তব্য এসেছে কি না তা যাচাই করে দেখতে যাই তখন দেখি লেখাটি অনাকাঙ্ক্ষিত ভাবে সেখানে নেই। গুগলে সার্চ দেওয়ার পর শিরনামটা পাওয়া গেল ক্লিক করে নিম্নলিখিত বক্তব্য পেলাম:
এই পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে,বিস্তারিত জানতে পোস্টটির লেখকের সাথে যোগাযোগ করুন ।
এছাড়া আপনি এই লিংকে ক্লিক করে এই মুহুর্তেই সেই ব্লগে যেতে পারবেন।
অথবা আপনি এখানে ক্লিক করে প্রথম পাতায় যেতে পারবেন।
কিন্তু মাননীয় কর্তৃপক্ষ হারাম বলতে আমি এ পোস্টটি সরানোর ব্যাপারে ঘুণাক্ষর জানি না। এখন আপনাদের পরামর্শ অনুযায়ী আমার বন্ধু এবং এ ব্লগের সাবেক ব্লগার আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করেছেন আর আমি কোন জবাব দিতে পারি নি। আমি জানি না লেখাটি কে সরালো বা কেন সরালো?
আমাকে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন প্রকার চিঠি বা নোটিশও দেওয়া হয় নি। সামহোয়ারে কয়েক বছর ধরে ব্লগিং আর পড়াশুনা থেকে আমার যতটুকু আক্কেল হয়েছে তাতে বোঝা গেল না নীতি মালার কোন সুস্পষ্ট লঙ্ঘনের জন্য আমার এ লেখাটি সরানো হয়েছে। আমি টেকনোলজিও তেমন বুঝি না। খোদা করুন, এটা টেকনোলজিরই সমস্যা। তাহলে আমি জানতে পারব এ ব্লগটি এখন পর্যন্ত স্বাধীনভাবে মত প্রকাশে বাধা দেয় না।
আমি নীতিগত ভাবে বড় কাগজে লিখি না। একদিন এক বড় ভাই বলেছিলেন তোর বড় কাগজে লেখার যোগ্যতা নেই তাই লিখতে পারিস না। আমি তার কথা মেনে নিয়ে যায় যায় দিনে একটা কলাম প্রকাশ করে তার কাছে পৌঁছে দিয়ে বলেছিলাম বড় কাগজ আমার মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে না তাই সেখানে লিখি না। তিনি জিজ্ঞেস করলেন এ সম্মান কে দেখায়? আমি বুক ফুলিয়ে বলেছিলাম সামহোয়ার, প্রথম আলো একবার সাম হোয়ারের সমালোচনা করায় আমি তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম। কারণ স্বাধীন মত প্রকাশে এ ব্লগটি নিরলস কাজ করছিল। কিন্তু আমার এ লেখাটি কেন সরানো হল তা জানতে না পারলে আমি বুঝব সামহোয়ার সরে গেছে। এ জায়গাটাও দখল হয়ে গেল।
এবার বলি আমি ওই লেখাটার কোন কপিও রাখি নি, যদি কর্তৃপক্ষ আমার এ চিঠির কোন জবাব দিতে প্রস্তুত না থাকেন তবে আমার বিনীত অনুরোধ আমার ওই লেখার কপিটা আমাকে দেবেন আর কিছুদিন সময় দিলে আমিই এখানে আমার সব লেখা কপি করে সরে যাবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




