যারা সাম হোয়ার ইন ব্লগে বহুদিন ধরে আছেন তারা আমাকে চেনেন। যা হোক আমি টাঙ্গাইল থেকে একটি সাপ্তাহিক সংবাদপত্র বের করতে যাচ্ছি নাম সাপ্তাহিক স্লোগান (প্রস্তাবিত)। এ সংবাদপত্রের মূল স্লোগান হচ্ছে আমরা নিরপেক্ষ নই, আমরা জনগণের পক্ষে।
আমরা দেখেছি ফেসবুক, ব্লগসমূহে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষযে খুবই গুরুত্বপূর্ণ মতামত আসে। যেগুলো মূল ধারার মিডিয়া ছাপতে আগ্রহী হয় না। আবার মূল ধারার মিডিয়া তার কর্মী নিয়োগের কারণেই নিরপেক্ষ ভাব নিয়ে প্রতিষ্ঠিত হলেও একদিকে হেলে যায়। তাই দেখা যায় তারা প্রগতিশীল, মৌলবাদী, মুক্তিযুদ্ধের পক্ষে ইত্যাদি বহুধা ভাগে বিভক্ত হয়ে যায়। সেখানে ঘটনার বর্ণনাও হয় এক দৃষ্টিভঙ্গীর আর পাঠক ভিন্ন দৃষ্টিভঙ্গীর বিচার বিবেচনা থেকে বঞ্চিত হয়। কিন্তু আমরা যারা ব্লগ ফেসবুক আর ইন্টারনেটের সঙ্গে জড়িত তারা ভিন্ন ভিন্ন মতামত পাঠের সুযোগ পাই। অথচ যারা প্রিন্ট মিডিয়া বা টিভি রেডিওকেই একমাত্র ভরসা ভাবেন তারা শুধু মাত্র একটি দৃষ্টিভঙ্গীই পান।(এর নাম ডিজিটাল ডিভাইড) এ ডিজিটাল ডিভাইড থেকে জনগণকে সামান্য মুক্তি আমরা দিতে চাই। তাই আমাদের এ সাপ্তাহিক সংবাদপত্রে আমরা চাই বিভিন্ন দৃষ্টিভঙ্গীর মতামত যা পেসবুক ব্লগে প্রকাশিত হয় তা একত্র করে প্রকাশ করব। যেমন-- ড.ইউনুসর সঙ্গে সরকারের আচরণ ভাল ছিল কি না এ মতামত যেমন ছাপব তেমন ইউনুসের সামাজিক ব্যবসার ধারণা আমাদের দেশের জন্য আত্মঘাতী কি না সে মতামতও ছাপব। অর্থাৎ একটি বিষয়কে যতভাবে দেখা হচ্ছে সব দৃষ্টিভঙ্গীই আমরা প্রকাশ করব।
আমাদের এ পথযাত্রায় যারা সঙ্গী হতে চান তারা এ পোস্টের নিচে নাম ঠিকানা ইমেইল ঠিকানা দিবেন। আরা যারা মতামত দিতে চান তারা নির্দ্ধিদায় দিতে পারেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




