প্রথমতঃ ওই সাইট তাদের নিজস্ব ট্রাফিক Rank গোপন করে রাখে। কাউকে দেখায় না। তাই এটা জানার উপায় নেই তাদের হিসেবেই তাদের ভিজিটর কেমন।
দ্বিতীয়তঃ ট্রাফিক Rank বের করার জন্যে তাদের এলগোরিদমটা আসলে কি তা তারা প্রকাশ করে না। মনে করা হয় তাদের বিশেষ একটা ব্রাউজার এপ্লিকেশন (এডঅন) যারা ব্যবহার করে তাদের ভিজিট করা সাপেক্ষেই সাইটের Ranking নির্ধারণ করা হয়।
আমার একটা অভিজ্ঞতার কথা বলতে পারি। গত ২৮ নভেম্বর ২০০৯ এ আমি একটা ডোমেইন রেজিষ্টেশন করি। ০১ ডিসেম্বর সেটা হোস্ট করি। কিন্তু এখন পর্যন্ত সে সাইটের ভিজিটর বলতে একমাত্র আমিই। গত দুই দিনে হয়তো শ'খানেক বার মাত্র সাইটটি ভিজিট করেছি আপলোড ও টেস্ট করার প্রয়োজনে।
আজ দেখতে পাচ্ছি আলেক্সা Ranking এ কয়েকগত ৭ দিনে সাইটটির অবস্থান Ranking এ 530,372 নম্বরে। ১০ কোটিরও বেশী ওয়েবসাইটের মধ্যে 530,372 থাকা খুব খারাপ একটা কিছু নয়।
তাহলে এবার বলেন আলেক্সার Ranking কিভাবে আর কতটুকু বিশ্বাস করতে পারি???
এ বিষয়ক কিছু পোস্টঃ
বাংলাদেশে সেরা ১০
এক নজরে সা'ইন... আলেক্সা ডট কম
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




