এইভাবে থেমে থাকে অনেক নির্লিপ্ততা
যেভাবে মলিন রৌদ্রেরা- খেলা করে আমার শরীরে
তোমাকে ভুলে, জলের নিচে আছে এক বিশাল আকাশ
আমি মাথা তুলে একবার তাকাই
আর মাছেরা উড়ে বেড়ায়
______________অগোচরে
তারপর, অদ্ভুত শব্দ করে
কোত্থেকে নেমে আসে একরাশ নীল,
____________________অনেক গাঢ়
_____________________ অন্ধকারের মতো
মহুয়া প্রভাবে
ক্যানো তাকে নেশা নামে অভিহিত করা হবে?
কোথাও কোন নেশা নাই
______________ নাই কোথাও
চোখ মেলে কোথাও দেখিনাই,
য্যামন, তোমার কথাই ধরো
তুমি তো আমার নেশা নও, তবু
দেখা নাই অনেক দিন
এমন আরও আছে অনেক অদৃশ্য
তোমার (কাছে)
________ মুগ্ধতা
_____________অথবা
_______তার সাথে একাকার হয়ে যাওয়া
_______আমার রক্তে লুকানো অনেক গভীর সত্য।
তুমি জানো না কিছুই, আমি বলেছি অনেক কম
এইভাবে এলেবেলে, দিক নাই-পাল নাই
হলুদ-নীল আলো ঠেলে
নৌকাটা ডুবিয়ে
আরও একটা দিন
যদি পার করে দেওয়া যেতো,
তবে আরেকটু গাঢ় হতো
আমার চাঁদিতে জমাটবদ্ধ অনেক বিভ্রম
ওখানে, জলের নিচে একটা বিশাল আকাশ;
স্বচ্ছ নীল;
মাছেরা উড়ে বেড়ায়;
রৌদ্রেরা খেলা করে;
মাঝে মাঝে তুমি আসো,
মেঘ হয়ে;
তবে
জানো না ত্যামন কিছুই, কারন আমার
সব সত্য লুকিয়ে থাকে রক্তের গভীরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


