ছোটবেলায় জ্যামিতিতে আমার ভয়
ছিল; মাস্টার মশাই ক্লাসখাতা নিয়ে ডাক দিলেই
কতোদিন যে কাঁপতে কাঁপতে তালগোল পাকিয়ে ফেলেছি
সব।
তারপর, বেতের বাড়ি খেয়ে
মূর্ছা যাওয়া ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা।
এইসব শুনে নবনী দি হাসতো খুব। বললো একদিন-
আমার কাছে পড়তে আসিস।
প্রতিদিনের মত একদিন দুপুরে পড়তে গেছি; বাড়িতে কেউ নেই।
নবনী দি আমাকে শেখালো জ্যামিতি
আমি চিনলাম সব রেখাপাত-সোজা এবং বক্র;
পরিধি,ত্রিভুজ,বৃত্ত-
এরপর থেকে
আমি কখনও জ্যামিতিতে ভুল করি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


