স্পেনের মাটিতে নেমে সেনাপতি
তারিক বিন জিয়াদ যা বলেছিলেন, "হে
আমার সহযোদ্ধারা! জাহাজগুলো
সব জ্বালিয়ে দেয়া হয়েছে, কারণ
আমরা ইউরোপের বুক থেকে ফিরে
যাওয়ার জন্য আসিনি। হয় খ্রিস্টান
রাজা রডারিক ও আধুনিক অস্ত্রে-
সস্ত্রেসজ্জিত তার এক লাখেরও
অধিক সৈন্য বাহিনীর সাথে জিহাদ
করে এই ভূখণ্ডে ইসলামের বিজয়
পতাকা উড্ডীন করব আর না হয়
জিহাদ করতে করতে শাহাদাতের
অমীয় সুধা পান করে আমাদের
পূর্বসূরিদের সাথে গিয়ে মিলিত হব;
বিকল্প কোন পথ আমাদের সামনে
খোলা নেই।
হে বাহাদুর যুবক ভাইয়েরা! এখন পিছু
হটবার ও পলায়ন করার আর কোন
সুযোগ অবশিষ্ট নেই পিছনে
অপেক্ষমান ক্ষুধার্ত ও উত্তাল
সমুদ্র, সামনে দুর্ধর্ষ শত্রু
সৈন্যদল। সুতরাং এখন
তোমাদেরকে ধৈর্য-হিম্মত ও
সহিষ্ণুতা অবলম্বন করে আহকামুল
হাকিমিনের রহমতের দিকে তাকিয়ে
ইসলামের বিজয় নিশানা উড্ডীন
করার লক্ষে সকল বুজদিলি
পরিত্যাগ করে দুশমনের সাথে
মুকাবিলা করতে হবে এবং ইসলামি
তাহযীব-তামাদ্দুনকে ইউরোপের
বুকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্মুখ
পানে এগিয়ে যেতে হবে শাহাদাতের
তামান্নায়।
হে আল্লাহর রাহের সৈনিকরা!
অন্তরে দৃঢ় বিশ্বাস রাখ। আমি
তোমাদেরকে যে পথে নিয়ে যাচ্ছি,
সে পথের যাত্রী সর্বপ্রথম আমিই
হব। লড়াইয়ের মাঝে দুশমনের
বিরুদ্ধে সর্বপ্রথম আমার
তলোয়ারই কোষ মুক্ত হবে। আমি
যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে
যাই তাহলে তোমরা ধীশক্তিসম্পন্ন
বুদ্ধিমান অন্য কোন যোগ্য
ব্যক্তিকে তোমাদের সিপাহসালার
বানিয়ে নেবে কিন্তু আল্লাহর রাহে
জীবন উৎসর্গে বিমুখ হবে না, তবেই
বিজয় তোমাদের পদচুম্বন করবে।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




