আমি যদি ভুল না করে থাকি তাহলে "আমার বন্ধু রাশেদ"-এ দুইটা জিনিস ভুল হয়েছে।
১। অরুদের বাসার গেট টা সবুজ রঙের, কিন্তু গেটটায় চিউইং গাম এর সাথে যে দেয় সেইসব ট্যাটু লাগানো, আমার জানামতে ১৯৭০ সালে দেশে ট্যাটুওয়ালা চিউইং গাম পাওয়া যেত না।
২। রাশেদরা যখন শফিক ভাইকে উদ্ধার করে নিয়ে আসে তখন রাতের বেলা খেতে বসে বাবা, মা আর ইবু যখন ঐ ঘটনা নিয়ে আলোচনা করতে থাকে তখন বাবা বলে বসেন হাসপাতালে মিলিটারি, রাজাকার, বিডিআর দিয়ে ভর্তি। আমার জানামতে বিডিআর গঠিত হয় তেসরা মার্চ, ১৯৭২। স্বাধীনতার সময় এই বাহিনীটি ইপিআর নামে পরিচিত ছিল।
মুভিটি আমার অসম্ভব ভালো লেগেছে, জিনিসগুলো চোখে পড়েছে দেখেই বলা। অন্য কোন উদ্দেশ্যে নয়, আমার দেশের মুভি, আমি চাই এইটি অনেক বড় পর্যায়ে যাক। কেউ যদি নেক্সট টাইম দেখতে যান, তাহলে প্লিজ নিশ্চিত করবেন, ভুলটা আমারই নাকি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




