আব্বু তুমি না থাকলে কে আমারে রান্না করে খাওয়াতো??
কে আমার কাপড় সেলাই করে দিতো??
কে আমারে ইলেকট্রিক্যাল সার্কিট শিখাইতো??
কে আমার জুতা সেলাই করে দিতো??
কে আমারে আম্মুকে লুকায়া লুকায়া হাতখরচ দিতো??
কে আমি যেই শার্টগুলো একটু পুরানো হয়ে গেছে দেখে পড়তে চাইতামনা সেইগুলো পড়ে অফিস করতো??
কে আমার পুরনো হয়ে যাওয়া শু আবার পলিশ করে অফিসে পড়ে যেতো যেন ঐ টাকায় আমাকে নতুন একটা শু কিনে দেওয়া যায়???
কে আমারে ক্লাস সিক্সেই বলতো, "যাও, এখন অনেক বড় হইছ। এখন থেকে নিজে নিজেই রাস্তাঘাটে ঘুরে ঘুরে চিনবা!!!"
কে আমারে ইন্টারের পর বলতো,"তোমার যা মন চায় তাই পড় বাবা"
কে আমার জন্য অফিস থেকে এসে আলাদা করে মুরগীর মাংস রান্না করতো আমি অন্য তরকারী খাইনা দেখে?
কে আমার জন্য আচার মিস্টি করে বানাতো আমি টক আচার খেতে পারিনা দেখে??
কে আমাকে জীবনের প্রথম ক্রিকেট ব্যাট টা কিনে দিতো??
কে আম্মুর মারের হাত থেকে বাচাতো আমাকে?
কে আম্মুকে বলতো, "বাচ্চাদের মেরে কখনই কিছু শিখানো যায়না। দড়ি বেশি টেনোনা, ছিড়ে যাবে।"
কে আমার জ্বরের সময় রাত জ্বেগে পাশে বসে থাকতো??
কে আমাকে শিখাতো যে ঘুষ খাওয়া গেলেও ঘুষের টাকায় কোন শান্তি নেই??
আব্বু আমি জানি আমি দেখতে একদমই আম্মুর মত হয়েছি; শুধু চোখ, ভুরু, চুল আর নখগুলো পেয়েছি তোমার মত কিন্তু বিশ্বাস কর আব্বু আমার ভিতরে যদি একটুও ভালো কিছু থেকে থাকে আম্মুরটুকু বাদে তার সবটুকুই তোমার থেকে পাওয়া। আমার অনেক আফসোস, আমি তোমার মত হতে পারিনি আব্বু।
আব্বু, তুমি না থাকলে এই আমি কবেই মরে যেতাম !!! এত্ত বড় কখনই হইতামনা তুমি না থাকলে !!!!
আমি তোমার জন্য সব করতে পারি আব্বু, বিশ্বাস করো !!!
বাবা যদি হতেই হয় আমার আব্বুর মতই হওয়া উচিত !!!!
আমি তোমার একমাত্র সন্তান হতে পেরে গর্বিত আব্বু। তোমার এই ভালবাসা আমি আর কারো সাথে ভাগ করতে চাইনা। তুমি শুধুই আমার আব্বু, আমার আব্বু !!!!
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১২ রাত ৮:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




