ইংরেজিতে ইনট্রোডাকশন বলে একটা ব্যপার আছে। আমাদের সংস্কৃতিতে এইসব ব্যপার নাই। কথা বলতে বলতেই ইনট্রোডাকশন হয়ে যায়। কিন্তু সামুব্লগ মনে হয় ইংরেজি নিয়মে চলে। আগে পরিচিতি তারপরে মিথস্ক্রিয়া! যেহেতু পর্যবেক্ষনে আছি এবং কমেন্ট করতে পারছি না, তাই নিজের একটা সংক্ষিপ্ত পরিচিত দিয়ে দেই আগে...
১. বয়স: ২৭ পার হয়ে ২৮ এ পরলাম! যদি প্রমান দেখতে চান দিতে পারব না। কারন সার্টিফিকেট বলছে অন্য কথা!
২. বেড়ে ওঠা: ঢাকা শহরে।
৩. পড়াশোনা: একটা মাস্টার্স ডিগ্রী আছে। আরেকটা অর্ধেক করেছি এবং করতে গিয়েই অবশেষে মেনে নিতে বাধ্য হলাম বাংলাদেশে পড়াশোনা বলে কিছু নাই। তাই সেটা বন্ধ করে দিলাম।
৪. পেশা: বলতে পারি কিন্তু তাহলে হয়ত সবাই আমাকে ক্যটাগরিতে ফেলে দেবে। ভার্চুয়াল জগতে ক্যটাগরি থাকার দরকারটা কি?!
৫. রাজনৈতিক মতাদর্শ: মানুষের মাঝে নেতৃত্ব প্রয়োজন এর বেশি কিছু বলার প্রয়োজন নেই। আমি কখনও কোন দলে যোগদান করি নি। ভবিষ্যতে করব না বলেই মনে হয়। বন্ধুদের ধারনা আমি সুবিধাবাদী বামপন্থী অথবা আওয়ামী পন্থী! আমার মনে হয় না বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক কোন পার্থক্য আছে!
৬. ধর্ম: আমি ধর্মে বিশ্বাস করি না। ইসলামের দেখানো পথেই চলার চেষ্টা করি। আল্লাহর প্রতি ইমান এবং রাসূলের প্রতি পূর্ন সমর্থন আছে আমার। আল্লাহকে বিশ্বাসের জন্য ধর্মের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। একসময় হয়ত এটার প্রয়োজন ছিল (ইসলামের আগমনের আগে)। ইসলাম, ধর্মের প্রয়োজনকে বাতিল করে দিয়েছে বলেই আমার মনে হয়। ব্যপারটা একটু ব্যক্ষার প্রয়োজন, থাক আরেকদিন!
৭. পরিবার: বাঙালীর দুইটা পরিবার থাকে! এক বাবা-মা ভাই-বোন নিয়ে আরেকটা বৌ-পোলাপান নিয়ে! প্রথমটা আছে অবশ্যই, দ্বিতীয়টা কোথায় এখনও বলতে পারছি না!
৮. পছন্দ: একেকসময় একেকটা। যেমন আজকাল ভাল লাগছে মুভি দেখা। হলিউড বলিউড দুইটাই দেখি। বাংলা ছবিও দেখি ! একসময় গান শুনতে ভাল লাগত। ঘুরতেও ভাল লাগত। ঘুরেছিও অনেক যায়গায়। ঘোরার ইচ্ছা আছে এখনও। ও আইচ্ছা, সুন্দর যে কোন জিনিস দেখতেই ভাল লাগে যদি সেটা অবৈধ না হয় ! (যেমন- নারী
৯. কি পারি: অনেক কথা বলতে পারি।
১০. কি পারি না: মানুষের সাথে রূঢ় হতে পারি না। শেখার চেষ্টা করছি!
১১. ব্লগের ট্যাগিং: আসল কথাই বললাম না! রেজি এর আগে থেকেই এই ব্লগে ঘুরা ঘুরি আছে। তাই জানি সবারই একটা ট্যগ আছে। আমি যে আস্তিকতায় বিশ্বাসী সেটা আগেই বলেছি। আমি কঠিনভাবে জামাত-শিবির বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। একই সাথে আমি বাস্তববাদী কিন্তু সব বাস্তবতাকে মেনে নিতে পারি না বা মেনে নিতে চাই না বা নেই না। আর পরাবাস্তব জগতে এসে সেটার কোন প্রয়োজনও নেই। যে কোন অনগ্রসর দেশের মত আমাদের দেশেও মানুষজন কিছুটা হিংসুক/বিদ্বেষী আর পরশ্রীকাতর হয়ে থাকে। বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে কাদা ছোড়াছুড়ী করে। যেখানে সম্পদ কম সেখানে কামড়াকামড়ি থাকবেই! কিন্তু আমি এই বাস্তবতা থেকে বের হয়ে আসতে চাই।
সাথে যোগ করা যেতে পারে সংস্কৃতি বা সংস্কারের কথাটা। যেহেতু প্রথাগত বাঙালী তাই আমার মধ্যে সংস্কারের অভাব নেই !
আজ এই টুকুই থাক!
সংক্ষিপ্ত পরিচিতি সংক্ষিপ্ত থাকল না মনে হচ্ছে!!
আরেকটা পর্বের প্রয়োজন হতে পারে!
সামু ব্লগ কতৃপক্ষকে অভিনন্দন এমন একটি ব্লগ প্লাটফর্ম রাখার জন্য!
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




