১
উদয়ের পথে শুনি কার বাণী
ভয় নাই ওরে নাই
নিঃশেষে প্রাণ যে করিব দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই।।
২
অবারিত মাঠ গগণ ললাট
চুমে তব পদধূলি
ছায়া সুনিবিড় শান্তির নীড়
ছোট ছোট গ্রাম গুলি।
৩
তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ
তাই তব জীবনের রথ
পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারংবার
চিহ্ন তব পড়ে আছে তুমি হেথা নাই।
৪
এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ
মরনে তাহাই তুমি করে গেলে দান
৫
দেবতারে যাহা দিতে পারি
তাই দিই প্রিয়জনে
প্রিয়জনে যাহা দিতে পাই
তাই দিই দেবতারে
৬
শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির
লিখে রেখ এক ফোঁটা দিলেম শিশির
৭
মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে
মানবের মাঝে আমি বাচিবারে চাই
৮
তুমি কি কেবলি ছবি শুধু পটে আঁকা?
৯
এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়
১০
উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে
সেই মধ্যম যিনি চলেন তফাতে।
১১
নদীর এপাড় কহে ছাড়িয়া নিঃশ্বাস
ওপাড়েতেই সর্ব সুখ আমার বিশ্বাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




