খুঁজছি অনেক কিছুই
শেষ বিকেলের আগে
খুঁজে পেতে হবে
খুঁজে পেতে হবে অনেক কিছুই
কাঁটাতার ডিঙানো কৈশোরে
হারিয়ে ছিলাম এক চিলতে রোদের আলিঙ্গন
হাত থেকে নাড়–র লাড্ডু খসে পড়েছিলো
কবে মনে নেই
পাতার বাঁশি, ভোঁ-ভোঁ লাটিম, ঘুড়িসহ
এক রিল সুতো
আরো খোয়া গেছে আমার শরীর থেকে
আত্মা নামের ফুল
শেষ বিকেলের আগে
ঘরের চাবিটা খুঁজে পেতে হবে
খুঁজে পেতে হবে অনেক কিছুই
সিলেট( সামছুদ্দিন ছাত্রাবাস, ই-এক্সটেনশন) ২৫-১২-৭৯খৃঃ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




