অতএব পোস্টেও তো আর ১৮ + লেখার দরকার নাই।
তবে কেই যদি আপত্তি করেন তাইলে পরে দিয়া দিমুনে।
কথা হইলো আমি নেটে কিছু মজার ফটুক পাইছি, ভাবলাম আপনাগো লগে শেয়ার করি।
তবে ছবি গুলানরে কেন যে ডার্টি মাইন্ডেড কইছে তা আমি বুঝি নাই, দেখেন তো আপনারা বুঝেন কিনা--

টুথব্রাশে টুথপেস্ট তো লাগানো থাকবেই

ভদ্রলোক আবহাওয়া বিশ্লেষন করছেন

ওয়াশিং জেলের ছায়া পড়ছে

দূরে একটা মানুষ, কাছে একটা মানুষ

রেলিং-এর ছায়া

রাত জাগলে কফি খাইতে মন চায়

কাটাওলা ক্যাকটাস

পাহাড়ের ছায়া

খোকাবাবুর টিফিন

বাবা-ছেলের বগলের মাঝখান দিয়ে নদী দেখা যায়

গাছের জমাট বরফ গলা শুরু করছে
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




