২২ জন শিশু নিয়ে ভার্সিটি তে সুবিধাবঞ্চিতদের প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করেছি কিছুদিন হল... আজ সকালে তাদের ক্লাস পরবর্তী বিরতিতে এক বাচ্চার প্রশ্ন- “ভাইয়া আপনার দেশ কই?” এক মুহুর্ত থমকে , বুঝলাম- ও আমার গ্রামের বাড়ী কোথায় জানতে চাইছে... আমি সব শিশুকে ডেকে নিলাম... উদ্দেশ্য , সবাইকেই এই একি প্রশ্ন করা... বললাম যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে তার জন্য আছে পুরস্কার! শুনেই সবাই হাত তুললো... এক এক করে সব বাচ্চার উত্তর নিতে থাকলাম... ভাবছিলাম অন্তত এক জনের মুখ থেকেও যদি সঠিক উত্তর পাই !... ফরিদপুর, জামালপুর, শরিয়তপুর, ভোলা, নোয়াখালী এমনকি বরিশাল, সিলেট... চলছেই! নাহ! কেউ বললো না অথবা পারলোনা ... পারবেই বা কিভাবে ... এভাবেই তো ওরা জেনে এসেছে বললাম আমার দেশ এর নাম শুনতে চাও? কারন আমাদের সবার আসলে একি দেশ! ওরা মুখ চাওয়া চাওয়ি করে... একজন বললো ভাইয়া আপনার দেশের কি নাম? বোর্ডে মার্কার দিয়ে বড় করে লিখলাম – ‘ বাংলাদেশ ‘ !
আমাদের দেশটা এম্নিতেই ছোট ... তারপর ও বিভিন্ন জেলা, অঞ্চল বা এলাকায় ভাগ করে মানুষেরা নিজের দেশটাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করতে থাকি! কেনো এই বিভেদ, বিভাগ ! চাই, পরবর্তী প্রজন্ম যেনো বেড়ে উঠে নিজের ভেতরে শক্ত জাতীয়তাবোধ লালন করে, যেনো পারে হিংসা – হানাহানি মুক্ত সতিকারের সোনার দেশ গড়তে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




