চিঠি পৌছে যাবে শহর জোড়া
চিঠি পৌছে যাবে সবুজ গ্রামে
চিঠি পৌছে যাবে পৃথিবীর প্রান্তে
চিঠি পৌছে যাবে রঙ্গিন খামে
চিঠি পৌছে যাবে মিছিলে মিছিলে
আসছে খবর হবে ক্ষিধের অবসান
দুঃখ দারিদ্রের চির ঠিকানায়
চলে যাক চিঠি সবুজ ভরসায়...
চিঠি পৌছে যাবে !
একটা চিঠি যার বিবরণ ছিল লক্ষ্য শিশুর ইতিহাস
শিশুর দুচোখে কান্নায় লেখা ছিল ক্ষিদে মুক্তির বসবাস!
একটা রঙ্গীন খামে ঠিকানা ছিল কোন এক সবুজ গান
শিক্ষার সংগ্রামে দূর হয়ে যাবে
দারিদ্রের অভিধান !
চিঠি পৌছে যাবে ক্ষিধের ঠিকানায়
চিঠি পৌছে যাবে অপার আশায় !
চিঠি পৌছে যাবে মনের প্রান্তে
চিঠি পৌছে যাবে ভালোবাসায়!
চিঠি পৌছে যাবে মিছিলে মিছিলে
আসছে খবর হবে ক্ষিধের অবসান
অন্ধ দারিদ্রের চির ঠিকানায়
চলে যাক চিঠি সবুজ ভরসায়...
চিঠি পৌছে যাবে !
শিরোনামহীনের এই গানটা অসাধারণ ।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




