ভালবাসি কারো মুখের হাসি,
ভালবাসি কারো মুখে হাত রেখে দেওয়া আলতো কাশি।
ভালবাসি কারো হাঁটার চলন,
ভালবাসি কারো মুখের বচন।
ভালবাসি ফেসবুকের নিউজ ফেডে ভেসে আসা কোন লেখিকার কবিতা,
ভালবাসি কারো নির্মল স্নিগ্ধতা।
ভালবাসি কারো চোখের চাহনি,
ভালবাসি কারো অনলাইন এক্টিভিটি।
কিন্তু পুরোদস্তুর শুধু তোমাকেই ভালবেসে ছিলাম আমার ব্যর্থ প্রেমের প্রেয়সী..।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




