সবাই দেখি তাদের বর্ণনানুযায়ী শীতের উষ্ণ চুমু পাওয়ার জন্য উতলা!
আমার কল্পনায় তো মনে হয়, তা শীতের রুক্ষ ছোঁয়া আর লিপজেল কিংবা পেট্রোলিয়াম জেলির কৃত্রিম স্বাদে ভরা।
আমি নয় হয় ফাল্গুনের মাঝামাঝি মোলায়েম ঠোঁটের স্পর্শ নেব,
চুমুর সত্যিকারের প্রাকৃতিক স্বাদ নেয়ার আশায় ফাল্গুন পর্যন্ত কারো জন্যে অপেক্ষা করব।
কিন্তু সেটা কোন ফাল্গুন, সেটা না হয় মহাকালের হাতেই ছেড়ে দিলুম!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




