২০০০ সাল। কোন এক দিন দুপুরে ভার্সিটি পড়ুয়া বড় বোনের দেয়া ৫০০ টাকার একটা কচকচে নোট দিয়ে কেনা হলো একটা ইন্টারনেট প্রিপেইড কার্ড। সেই থেকে শুরু।
২০০৮ সাল। ৭ই এপ্রিল। দুপুর। কিছুদিন ধরেই দেখছিলাম ফেইসবুক আর অরকুট এ অনেকেই বাংলা লিখছে। কিন্তু আমি পারছিনা, কারণ আমি জানিনা কিভাবে বাংলায় লিখব। হঠাৎ মনে হলো, google খোঁজ করলে কিছু একটা পাব। এবং পেলাম। বাংলা ইউনিকোড সম্পর্কে জানলাম ekushey.org থেকে। এবং অবশেষে, এত বছর পর, আজ, ইন্টারনেটে প্রথমবারের মত বাংলা লিখছি আমি।
আজ আমার বাংলায় হাতেখড়ি, ইন্টারনেটে!!
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




