প্রতিদিন গড়ে ৭০/৮০ জন ব্লগার ব্লগে লগইন থাকেন। ভিজিটর থাকেন ১০০ উপরে। এত এত ব্লগারের লিখনিতে ব্লগ প্রান্তর থাকে মুখরিত। কিন্তু এত ব্লগারের কয়জন জানেন যে স্যামহরের জন্ম কবে? কবে এই সাইটটি ইন্টারনেটে আপলোড করা হয়? কবে থেকে এর যাত্রা শুরু ??
কে প্রথম এই সাইটটিতে লগইন করেছিলো? তার নিক কি ছিলো? কেউ কি বলতে পারবেন? আমার মনে হয় না? প্রথমটার উত্তর হয়তো কেউ কেউ দিতে পারবেন কিন্তু পরেরটা - I don't think so ???
কিন্তু এই সব কিছুকে ছাড়িয়ে যে প্রশ্নটা মনের গভীরে উকি মারে সেটা হলো ব্লগে কে বেশী হিট ?? কার লিখা সবাই পছন্দ করে। কার পোস্টে সবাই কমেন্ট করে।
অনেকেই তাদের লিখা দিয়ে এই ব্লগ কাপিয়েছেন। মহান নেতার পতাকা তলে আশ্রয় নিয়ে ঝড় তুলেছেন, ইসলামোফোসিস সিরিজ লিখে কেউ নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কি নিরন্তর তা প্রতিফলিত হয়েছে কারো লিখায়, আবার কারও লিখায় ফুটে উঠেছে দুর্নিতিগ্রস্ত এই দেশের সাধারন মানুয মুল্যহীন।
নানা বর্ণের, নানা মতের, নানা ধ্যান ধারনার, নানা নীতির মানুযের এই মিলন মেলায় নিশ্চয়ই এমন কেউ আছেন যার লিখা অন্যদের মনে দাগ কাটে। যার পোস্ট সবাই পড়েন, কমেন্ট করেন। যাকে সবাই একটু হলেও অন্যদের থেকে উপরে রাখবেন।
এই প্রচেশ্টা থেকে আমার এই প্রয়াশ, চলুন সবাই মিলে জরিপ করি, ব্লগে যারা আমরা ব্লগিং করি তারাই খুজে বের করি, আমাদের মধ্যে কে বেশী হিট।
জরিপ: ব্লগে কে বেশী হিট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






