এক খরগোস একটি গুহার বাহিরে বসে লেপটপে কাজ করছে, এমন সময় একটি শেয়াল এসে জিগ্গেস করছে,
শেয়াল: কিরে কি করিস?
খরগোস: থিসিস লিখি।
শেয়াল: কি নিয়ে থিসিস?
খরগোস: শেয়াল খাওয়ার সহজ উপায়।
শেয়াল: অবাক হয়ে - কি?? খরগোস কখনো শেয়াল খায়?
খরগোস: বিশ্বাস হলোনা?? এসো আমার সাথে।
খরগোসটি শেয়ালটিকে নিয়ে গুহার ভিতর গেলো, কিছুক্ষন পর একা ফিরে এলো এবং আবার লেপটপে কাজ করতে শুরু করলো। একটু পর এক নেকড়ে আসলো ...
নেকড়ে: কিরে কি করিস?
খরগোস: থিসিস লিখি।
নেকড়ে: কি নিয়ে থিসিস?
খরগোস: নেকড়ে খাওয়ার সহজ উপায়।
নেকড়ে: অবাক হয়ে - কি?? খরগোস কখনো নেকড়ে খায়?
খরগোস: বিশ্বাস হলোনা?? এসো আমার সাথে।
খরগোসটি নেকড়েটিকে নিয়ে গুহার ভিতর গেলো, কিছুক্ষন পর একা ফিরে এলো এবং আবার লেপটপে কাজ করতে শুরু করলো। একটু পর এক বেবুন আসলো ...
বেবুন: কিরে কি করিস?
খরগোস: থিসিস লিখি।
বেবুন: কি নিয়ে থিসিস?
খরগোস: বেবুন খাওয়ার সহজ উপায়।
বেবুন: অবাক হয়ে - কি?? খরগোস কখনো বেবুন খায়?
খরগোস: বিশ্বাস হলোনা?? এসো আমার সাথে।
খরগোসটি বেবুনটিকে নিয়ে গুহার ভিতর গেলো, কিছুক্ষন পর একা ফিরে এলো এবং আবার লেপটপে কাজ করতে শুরু করলো।
সারাদিন কাজ করে সন্ধায় খরগোসটি লেপটপ অফ করে গুহার ভিতরে গিয়ে দেখলো, গুহার একপাশে শেয়ালের হাড়, আরেক পাশে নেকড়ের হাড়, আরেক দিকে বেবুনের অর্দ্ধাংশ পড়ে আছে, আর একপাশে একটি সিংহ ঘুমিয়ে আছে।
এই গল্পটা পড়ে আমরা এটা বুঝতে পারি, কি বিষয়ের উপর থিসিস করা হচ্ছে বা কি কি উপাত্ত সংগ্রহ করা হলো সেটা মুক্ষ্য না, কার Under এ থিসিস করা হচ্ছে, সে কতটা Helpful / Supportive, কতটা আপনাকে Save করতেছে, সেটাই মুক্ষ্য।
গত কয়েকদিনের পারিপার্শ্বিক পরিস্তিতি দেখে আমার মনে প্রশ্ন জাগছে, এদেশে আমরা কতটুকু নিরাপদ?? যাদের আমাদের নিরাপত্তা দেয়ার কথা তাদের কাছ থাকে আমরা কতটুকু নিরাপত্তা পাচ্ছি??
নাকি রক্ষক ভক্ষকের রুপ নিচ্ছে ?????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






