বাংলাদেশী, বাঙ্গালী জাতি হিসেবে যে গর্ব, যে অহংকার আমরা বুকের মধ্যে ধারন করি, তার উপর আঘাত আসলে এই জাতি যে বারে বারে গর্জে উঠতে পারে তার প্রমান আজকের উত্তাল শাহবাগ স্ক্য়ার।
আজকের এই প্রজন্ম ৫২-র ভাষা আন্দলন দেখেনি, ৬৯-র গন অভ্যুত্থান দেখেনি, ৭১-র মুক্তিযুদ্ধ দেখেনি, কিন্তু দেশের প্রতি, জাতির প্রতি যে দায়িত্তবোধ, মুক্তিযুধ্যের শহীদদের ঝন শোধ করার যে তাড়না তারা অনুভব করে তার ফলশ্রুতি আজকের এই দাবি, এই আন্দোলন।
এই আন্দোলন মুক্তিযুধ্যের থেকে কোন অংশে কম না। দেশকে রাজাকার মুক্ত করার দাবি পুরো জাতির। এই আন্দোলন থেকে পিছিয়ে আসা মানে পুরো জাতিকে পিছিয়ে দেয়া। এই আন্দোলনে আমাদের জয়লাভ করতে হবে। পিছিয়ে আসা যাবে না, নয়তো এর প্রভাব অন্য রা্যের উপর ও পড়তে পারে।
সবার কাছে একটাই আবেদন, আমাদের এই সোনার বাংলাকে রাজাকার মুক্ত করতে হবে। রাজাকারদের একটাই শাস্তি ..... ফাসি । বিচারের নামে যেন প্রহসন না হয়। শহীদের রক্ত যেন ব্রিথা না যায়। রক্তের বিনিময়ে যে স্বাধীনতা তা রক্ষার দায়িত্ত আমাদের।
আজকের এই আন্দলোন, এই দাবি ৭১-এ যুদ্ধ করে দেশকে স্বাধীন করার সমতুল্য। রাজাকারদের ফাসি না হয়া পর্যন্ত আমাদের এই সোনার বাংলা সম্পুর্ণরুপে স্বাধীন বলা যাবে না।
দেশকে, জাতিকে স্বাধীন বলতে হলে, স্বাধীনতার মর্ম যদি সত্যি আমরা উপলব্ধি করে থাকি, তাহলে রাজাকারদের ফাসির বিকল্প নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






