কোচিংবাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ সংক্রান্ত পরিপত্র জারি না করার দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশার সালাম)। এই নীতিমালাকে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা বলে অভিহিত করেছি শিক্ষক সমিতি। শিক্ষকদের দাবি, কোচিং বন্ধ করতে হলে সব ধরনের কোচিংই বন্ধ করতে হবে।
আজ সোমবার দুপুরে রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আবুল বাশার লিখিত এক বক্তব্যে এ দাবি জানান।
তিনি বলেন, 'এই নীতিমালায় শুধু শিক্ষকদের কোচিং নিষিদ্ধ করা হয়েছে। সারা দেশে ব্যাঙের ছাতার মতো যে কোচিং সেন্টারগুলো গড়ে উঠেছে, তাদের বৈধতা দেওয়া হয়েছে এই নীতিমালা দিয়ে'।
শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি না করে কোচিং বন্ধ না করার দাবি জানিয়েছেন তাঁরা।
শিক্ষার্থীদের কোচিংয়ে বাধ্য করা, কোচিংয়ে না গেলে নম্বর কমিয়ে দেওয়া—শিক্ষকদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ নাকচ করে দেন তাঁরা।
সূত্রঃ সকালের খবর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




