আমার এই পোষ্ট একজনের স্ট্যাটাস দিয়ে সাজানো। যেকিনা আমার ফেবুর ওয়ালে দিয়েছিলো।
উৎসর্গ: আমার প্রিয় একজন ব্লগার। যাকে আমি প্রথম দিকে ভাইয়া ভাইয়া বলে কমেন্ট করতাম তার ব্লগে। কি করে যে এই ভাইয়াটি এতো আপন হয়ে গেল ভাবতেই পারিনি। সত্যি ভালবাসা এমনই হয়। যে ভালবাসায় রক্তের কোন বাঁধনে বাধা না হয়েও আপন করে কাছে টানে। আমি ব্লগে আসার পর প্রথম দিকে দেখতাম তার পোষ্টগুলো। মনে মনে ভাবতাম এতো পোষ্ট মানুষ কি করে দেয়।
যাক,,এই প্রিয় ব্লগার হচ্ছেন সবার প্রিয়
আব্দুল্লাহ আল মনসুর আমার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমায় ভালবেসে দিদি বলে ডাকে। অনেক ভালোবাসে। এতো ভালোবাসা যে ভালবাসায় কোন স্বার্থপরতা নেই। সময় অসময়ে আমায় শাষনও করে। আমিও ওকে ছোটভাই বলে অনেক স্নেহ করি। শাষন করি। বকা দেই।
আজ অনেক দিন হল তাকে আর আগের মত ব্লগে দেখিনা। ক্যারাটি করে লাফিয়ে লাফিয়ে আমার বাড়ি আসেনা। সময়ের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়ে নিঃশব্দের কষ্টগুলো, আমি চেয়ে থাকি, একা একা কষ্ট আঁকি, তোমাকে মনে করি....কষ্টেরা গান করে আমাকে ঘিরে, আমি তোমাকে আকার চেষ্টা করি, তোমাকে দেখার চেষ্টা করি, কিন্তু পারি না..নিঃশব্দ চিৎকারে তখন বুক যায় ফেটে, তবুও বেঁচে থাকি কোনরকম পথের কোনে একা একা, তুমি আসবে আগেরই মতোন এই প্রত্যাশায়.......
ঝুম ঝুম ঝুম বৃষ্টি কনা
মেঘকে ভেবে আনমনা
দীঘির চোখে বৃষ্টি জল
মেঘ দুঃখ সুখে টলমল
বৃষ্টি চোখে ডাকাডাকি
মেঘলা রঙে আঁকাআকি
মেঘ আর বৃষ্টি ভাই বোন দুটি
হাসি আর কান্নায় খায় লুটোপুটি
বৃষ্টি ঝরে ভেতর মনে টুপটাপ টুপটাপ
কষ্টগুলো নেচে বেড়ায় চুপচাপ চুপচাপ
ভোরের রোদে টলমল জলে
মেঘ বৃষ্টি কলকল সুরে চলে
সুখি মেঘ বৃষ্টির উল্লাসে
জ্যোৎস্না তারা চাঁদ হাসে
ভেজা আকাশ ভেজা বৃষ্টি
মেঘেরও চোখে জল সৃষ্টি
বৃষ্টিঝড়া মেঘ দুপুরে
মনটা হাসে উদাস সুরে.
মেঘ বৃষ্টি কথা কয়
পৃথিবীটা চেয়ে রয়
স্বপ্নচোখে কাজল মেখে চলছি একা স্বপ্ন দেখে
হৃদয়ে হৃদয় দিয়ে করেছে যে ভুল
হৃদয় রক্তবিষে মিশে দিচ্ছে মাশুল
নিশ্চল স্বপ্ন বেচাকিনি জীবন তীরে
প্রিয়রা হারায় কেবল অপ্রিয়র ভীরে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



