কি মনে করে যেন রেডিও টিউন করলাম। একটা গান শেষ হয়ে ন্যাকা আর.জে চলে এল কথা বলতে। টেক্সট পড়ছে। ৫/৬ টা টেক্সট এমন ছিল, "আপু আমার না আজ মন খারাপ"!
আর.জে এক এক জনকে টিপস দিচ্ছে। টিপস দিতে দিতে উনি দেখি সাইকোলজির কাউন্সিলর দের মত টিপস দেওয়া শুরু করলেন। কিছু ভুলভাল মেডিকেল ট্রাম ইউজ করলেন!
ইদানীং দেখা যায়, আর.জে গুলো হটসিটে বসলে ডাক্তার, উকিল, কাউন্সিলর সবই হয়ে যায়। এমন সব ভুলভাল ট্রাম ব্যাবহার করে যা আসলেই হাস্যকর!
আমি এক আর.জে ব্যাক্তিগত ভাবে চিনি। সে অন এয়ারে বলছে ধুমপান করবেন না। অথচ সে চেইন স্মোকারের বাপ!!
প্রশ্ন হল, আমাদের দেশের ছেলে মেয়েদের রোজই এত মন খারাপ হয় কেন? আর হলেই কেন আর.জে দের জানাতেই হবে?
আর.জে যা জানে না, সেগুলো কেন ফেইক উপদেশ দেয়? এগুলো তে সাধারণ মানুষের বিপর্যয় হতে পারে। এইসব টিপস থেকে সাবধান।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



