জুতা নকল,সুতা নকল,নকল শাড়ী,গাড়ী
মার্কেটেতে নকল টাকা চলছে কারিকারি।
চলছে নকল পরীক্ষাতে করছে সেটা ছাত্রে
প্রস্তুতি নেয় না পড়ে সে,নকল লিখে রাত্রে।
সিংহাসনে জেঁকে বসে,নকল রুপে রাজা
আসল খুনি পায়রে খালাস,নকলে পায় সাজা।
পদ্যে নকল,গদ্যে নকল,নকল ছড়ার ছন্দে।
সব জায়গাতে বিরাজ করে নকল মহানন্দে।
আচার নকল,মাজার নকল,নকল সকল পণ্য।
আসল ফেলে তবুও মানুষ নকল নিয়ে ধন্য।
সর্বগ্রাসী নকল গ্রাসে চরবে কত দিন?
এসোরে ভাই সকলে মিলে মিশে গড়ি সোনার বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




