একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে দেবিদ্বার সুজাত আলী সরকারী কলেজে ছাত্রলীগ ও ছাত্রদল সমর্থিত ছাত্রদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, গত সোমবার (৪ আগষ্ঠ)কলেজ ক্যাম্পাসে ছাত্রদল সমর্থিত ছাত্রদের হাতে মেয়েদেরকে উৎপ্ত করার কারনে রাশেদ নামের এক ছাত্র প্রহৃত হবার জের ধরে মঙ্গলবার সকালে ছাত্রলীগ সমর্থিত ছাত্ররা কলেজ ক্যাম্পাসে এসে ওই ছাত্রকে তাদের কর্মী দাবী করে ছাত্রদল কর্মীদের সাথে প্রথমে বাকবিতন্ডায় লিপ্ত হয়,পরে লাঠি সোটা নিয়ে ছাত্রদল কর্মীদের মারদর করে ক্যাম্পাস থেকে বিতারীত করে। পরে ছাত্রদল বাহির থেকে সংগঠিত হয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়,এতে পুরো ক্যাম্পাসে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে পরিষ্থিতি নিয়ন্ত্রনে আনে, তবে কেউ হতাহত হয়নি।পরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রসী ও বহিরাগত আওয়ামীলীগ নেতাদের নেতৃত্বে ছাত্রলীগ ক্যাম্পাস ও উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল বের করে। ছাত্রলীগ কলেজ শাখার সেক্রেটারী আনোয়ার পারভেজ খাঁন জানান, ছাত্রদল কর্মীরা সোমবার আমাদের এক কর্মীকে মারদর করে, এ নিয়ে মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে তারেরকে জিজ্ঞাসা করলে ছাত্রদল কর্মীরা লাঠি সোটা নিয়ে আমাদের কর্মীদের উপর আক্রমন করে। অপর দিকে কলেজর ছাত্রদল নেতা আরিফুল ইসলাম জানান, সোমবার ঘঠে যাওয়া ঘটনাটি সাথে সাথেই সমাধান করে দেওয়া হলেও মঙ্গলবার সকালে ছাত্রদল সমর্থিত ছাত্ররা কলেজে পৌছলে আগে থেকে পরিকল্পিত ভাবে ছাত্রলীগের কর্মীরা তাদের উপর অর্তকৃত হামলা চালায়। কলেজ ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টির অভিযোগে পুলিশ স্থানীয় ছোট আলমপুর থেকে এক যুবদল নেতা রিমনকে গ্রেফতার করেছে জেল হাজতে প্রেরণ করে। এব্যাপারে প্রত্যাক্ষ দর্শীরা জানান, গ্রেফতার কৃত ওই যুবদল কর্মী ঘটনার সাথে জরিত না থাকলেও পুলিশ তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। শুধু গ্রেফতার করেই শান্ত হয়নি দিন বদলের নেতা ও পুলিশরা, মঙ্গলবার রাতে ছাত্রদল সমর্থিত ১০ ছাত্রকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




