আল্লাহ তা'য়ালা পূরা রমজান মাসব্যাপী মুসলমানদের প্রতি রোজা রাখা ফরজ করিয়া দিয়াছেন। এই রোজা সম্পর্কে আল্লাহ তা'য়ালা পবিত্র কোরআন শরীফে বলেন-
*** ইয়া-আইয়ু্হাল্লাযী-না আ-মানু কুতিবা আ'লাইকুমুছ ছিয়া-মু কামা-কুতিবা আ'লাল্লাযী-না মিন ক্বলিকুম লাআ'ল্লাকুম তাত্তাকু-ন।
অর্থ---হে বিশ্বাসীগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হইয়াছে, যেমন উহা তোমাদের পূর্ববর্তীগণের উপরও ফরজ করা হইয়াছিল। যাহাতে তোমরা আল্লাহকে ভয় কর।
এই রোজার মধ্যে দুইটি ফরজ আদায় হইয়া থাকে একটি আল্লাহর হুকুম ফরজ রোজা রাখা এবং দ্বিতীয়টি রোজার নিয়াত করা। অতএব প্রত্যেক আকেল বালেগ সুস্হ মুমিনবান্দাহকে রোজা রাখিবার জন্যে সচেতন থাকিতে হইবে।
রোজা সম্পর্কে হযরত রাসূলে করীম (সঃ) বলেছেনঃ
*** মান ছ্বামা রামাদ্বানা ঈমানাওঁ ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনূবিহী কাইয়াওমিওঁ ওয়ালাদাতহু উম্মুহু। ওয়া ফী রিওয়াইয়াতিন মান ছ্বামা রামাদ্বানা আউয়্যালাহু ই'লা আখিরিহী খারাজা মিন যূনুবিহী কাইয়াওঁ ওয়ালাদাতহু উম্মুহু।
অর্থ---যেই ব্যাক্তি পূর্ণ বিশ্বাস ও আল্লাহর সন্তুষ্টি লাভের আকাংখায় রমজান মাসে রোজা রাখিবে,সেই ব্যাক্তি গুনাহ হইতে এমনি ভাবে নিষ্পাপ হইয়া যাইবে, যেমনিভাবে মাতৃউদর হইতে জন্ম হইবার পর নিষ্পাপ ছিল। আর এক রেওয়ায়েতে আছে যে, সেই ব্যাক্তি রমজান মাসে রোজা প্রথম হইতে শেষ পর্যন্ত সঠিকভাবে পালন করিবে, সেই ব্যাক্তি গুনাহ হইতে এমনইভাবে নিষ্পাপ হইয়া যাইবে, যেমনিভাবে সে মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হইবার সময় নিষ্পাপ ছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




