বিজয় দিবসে প্রায় শ'তিনেক এস.এম.এস পাঠাইছিলাম..........এই আত্নীয়-বন্ধুদের যাদের সাথে অনেক দিন ধরে কমিউনিকেশন হয় না। মনটা কুট কুট করলো, তাই পাঠালাম। মনের এই কুটকুট করাকেই বোধহয় বিবেকের দংশন বলে। তা বিবেকের দংশনে কমানোর জন্য পয়ত্রিশ পয়সা'র বেশী খরচ করা সমীচিন নয়। (চামে বিজয়দিবসের নাটকের ডায়ালগ দিলাম
)
তা যেইটা কইতাছিলাম। বয়স না হইলেও মনে হয় বয়স হইছে, তাই এইরকম বিশাল ইন্টো্রদিলাম! ছড়াটা হইলোঃ
আমাদের দেশ টা স্বপ্নপূরী
হোগা মাইরা মাথায় তুলি,
চুরি করি, গুলি করি, হরতাল করি
সবাই দেশের গুয়া মারি
সবাই দেশের গুয়া মারি।।
আমাদের দেশটা স্বপ্নপূরী!
এই ছড়াটা রিপ্ল্লাই হিসাবে পাইছি। পোলাটা জটিল, দিন দুনিয়ার খবর রাখে না, কিন্তু যখন কথা কয় তখন লাভা বাইর হয়। হলায় মনটাই খারাপ হইয়া গ্যালো, পলিটিক্সের বাস্টার্ডের ভার আমরা কমন লোকরা কেন নিমু?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



