আইচ্ছা এই দেশে MLM এর মত ভূঈফোড় কোম্পানী, কয়টা আছে তার কোন পরিসঙ্খ্যান আছে কি?
আর যত্র তত্র ছাতার মতো গজিয়ে উঠে কি ভাবে এইসব কোম্পানী? কোন নির্দিষ্ট নীতিমালা আছে কি?
দেশের ছাত্র সমাজ তো নষ্ট হয়ে গেল, পড়াশোণা বাদ দিয়ে খালি পিরামিড আকে। কতো কোম্পানীর নাম শুনতাছি, ডেস্টিনিতো আছে, বিজনাস ভাইগা গেল, আরো কোম্পানীর অভাব নাই,আমার এক বন্ধু ফোন কইরা জানাইলো তাগো ওইখানে নূতন কোম্পানী আইছে ভিশন প্লাস, আমার সাথে অনেকদিন যোগাযোগ
নাই, হঠাত সেইদিন কল কইরা বেশ ভাল মন্দ জিগাইল, হের পরে আইসে আসল কথায় , কম্পানীর কথা কইল, কইল দোস্ত তোর কাছে আমার দাবী তোর ঢুকা লাগবো, তোর সার্কেল আমি ভইরা দিমু, কোনরকম পাশ কাটাইছি, ও এইটা নাকি শরিয়া ভিত্তিক, এইহানে শরিয়া আয় কেমতে?
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






