এই বিজয় আমাদের রক্তে, এই বিজয় আমাদের ১৬ কোটি প্রাণের স্পন্দনের। অভিনন্দন ও শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট দলকে ও স্পেশালী আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্ছুরীয়ান মাহামুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসাইনকে।
এবার আসি মাশরাফি প্রসঙ্গে....
গতকাল ইংল্যান্ডের বিপক্ষে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা যখন শেষ বারের মত বল করছিলেন, তখন তিনি কিছুটা খোঁড়াচ্ছিলেন। তারপরও মনোবল শক্ত রেখে বল করে গেছেন। গতকাল খেলা যারা দেখেছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিষয়টা!
তাঁর যে বল করতে কষ্ট হচ্ছিল তা কিছুতেই বুঝতে দেন নাই। কারণ তিনি যে একজন যুদ্ধা, দলের নেতা!
এন্ডারসন আউট হওয়ার পর যখন সারা গ্যালারীসহ বাংলাদেশে আনন্দে লাফাচ্ছে, তখন আনন্দ ভাগাভাগি করতে ছূটতে যাচ্ছিলেন মাশরাফি, কিন্তু গোড়ালীর ব্যাথা তাকে সামনে এগিয়ে যেঁতে দেয়নি! শুইয়ে পড়েছিলেন মাটিতে!
যেই ব্যাক্তি দেশের জন্যে প্রতিনিয়ত নিজের জীবনকে উৎসর্গ করে চলেছেন, তাঁকে কোনভাবেই সংজ্ঞায়িত করা যায়না। পৃথিবীতে মাশরাফি একজনই যার কথা ভাবতেই মাথা নত হয়ে আসে!
স্যালুট বস ক্রিকেটযোদ্ধা মাশরাফি বিন মর্তুজা!!
আর হ্যাঁ, আইসিসির এটিপি ট্যুরে আগামী ২০২০ সাল পর্যন্ত কেলেন্ডারে ইংল্যান্ড ও ভারত আমাদের সাথে কোন সিরিজ খেলার জন্যে রাজী হয় নাই। যার শাস্তি ইংল্যান্ড রে গতকাল পাইতে হইছে তারা যে আমাদের সাথে ক্যান খেলতে ভয় পায় তা গতকাল হাড়ে হাড়ে বুঝেছে। আশা করি ভারতকেও একই শিক্ষা দেয়া হবে! ইনশা-আল্লাহ্
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য অনেক অনেক শুভ কামনা ও দোয়া রইল।
_ভালোবাসি বাংলাদেশ_
(ছবিঃ সানোয়ার হোসাইন এর ফেসবুক থেকে কপি)
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১১