এত কিছুর পরেও যে জলিল ভাই চুপ আছেন, এ থেকেই তো বঝা জায়, তিনি কত সংযত। এমন একটা মানুষকে নিয়ে বাঙ্গালির এইরকম হাশি তামশা মেনে নেওয়া জায় না। কেও পারবে তার মত একটা মুভি বানাইতে? শে দেশের জন্য কত বর একটা কাজ করেছেন, আর আমরা তাকে
পচাইতেছি। its enough. তিনি যে are you pom gana বলছেন। তার উচ্চারণই ঠিক। আর আমরা বাঙালিরা তা নিএ মজা লুটি।
কয়েক এপিসড আগে রেডিও ফুর্তিতে সুমন ভাই আসলেন তার বন্ধুদের নিয়ে। তিনিও রিতিমত পচাইলেন। জলিল ভাইকে ব্যাঙ্গ করে অনার ডায়লগ দিলেন। আবার ওই এপিসোডএই বললেন তিনি নাকি শিক্ষিত, educated! তাহলে এখন কি প্রমানিত হল? ghana র উচ্চারণ গানাই।
এটা আমরা কেও জানি না। তাকে নিয়ে এত গালমন্দ করার পরও তিনি মেনে নিয়েছেন। এটা কত বড় মন মানশিকতার পরিচয় এ থেকেই বঝা জায়। জলিল ভাই শিক্ষিত। শিক্ষিত না হলে এমন মুভি বানানো শম্ভব কিভাবে? আমাদের দেশের বিভিন্ন অঞ্ছলের মানুষের ভাষা বিভিন্ন রকম। তাই বলে তো আমরা কাওকেনিয়ে হাশাহাশি করি না। তাহলে জলিল ভাইকে নিয়ে কেন?? ফ্রমকে পম বলেছেন, এই তো? বাংলা ভাষার কথা চিন্তা করে দেখেছেন এতে আঞ্চলিক ভাষার কত তারতম্ম আছে? একটা মুভি বানানো জা-তা কথা না। তার মদ্ধে জথেস্ত দেশপ্রেম আছে বলেই তিনি এ ধরনের মুভি বানাতে পেরেছেন। দেশের আপামর জনশাধারন ওনাকে চেনে এখন তার মুভির জন্য। অথচ শেই মুভির কোন প্রশংশা কেও করে না। শাধারন মানুষের অনেকে আছে জাদের নিজেদেরি ইংলিশ উচ্চারণ ঠিক নাই। উলটা তারা জলিল ভাইকে নিয়ে মজা লুটতেছে।
আমার মুল বক্তব্য তাকে নিয়ে আম জনতার বাতলামি নয়। ফেছবুকে অনেক হারামি আছে, জারা তাকে নিয়ে ওকত্থ ভাষায় লেখে। এগুলার কথা বাদই দিলাম। গতকাল এটিএন এ মুন্নি জেভাবে অসভভের মত জলিল ভাইএর শাথে কথা বলল তা দেখে মুন্নিকে উশটানো দরকার। একজন রিপোর্টার হয়ে মুন্নি জেশব প্রশ্ন জলিল ভাইকে করে তার কিছু নমুনা হল- জলিল হলমার্কের তানভীরের মতো কিছু করে টাকা কামাইছে নাকি ?
তারপরও অনন্ত জলিল নিজ বেক্তিত্তে বলিয়ান। জারা ওনাকে পচাইতে পছন্দ করেন তাদেরকে বলে রাখি, এতে আপ্নারা নিজেরাই নিজেদের অবস্থান নিচে নামায় ফেলছেন। ওনার এতে কিছুই জায় আশে না। উনিই একমাত্র বেক্তি জিনি প্রথম এত উন্নত বাংলা ছিনামা তৈরি করেছেন। ওনার মদ্ধে যে আত্মবিশ্বাস আছে, তা আমাদের অনেকের মদ্ধেই নেই।
অপরদিকে এই মুন্নি একটা জন্মগত অসভ্য। যেমন চেহারা এর কুৎসিত, তেমনই বিস্রি এর কথাবার্তা। দিনের পর দিন এই রিপোর্টার গন মানুশের শাথে অসভ্যর মত কথা বলে টিকে আছে। এর মত অসভ্য রিপোর্টারকে চাকরি থেকে বহিষ্কার করা উচিত। তাই আসুন এই কলঙ্কিনি নামধারিনি রিপোর্টার মুন্নিকে আমরা ধিক্কার দেই। জারা আমরা না জেনে জলিল ভাইকে নিয়ে বিদ্রুপ করেছি, তেমনি এই রিপোর্টারকে নিয়ে আসুন আমরা তিব্র ধিক্কারের উন্মাদনায় মেতে উঠি যাতে তার পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





