
ইংল্যান্ডের ওভাল গ্রাউন্ডে চলছে ICC World Test Championship এর ফাইনাল ম্যাচ। ইতিমধ্যে ম্যাচের ৪র্থ দিনের খেলা শেষ হয়ে গেছে, বাকি আছে মাত্র একদিন, এই একদিনে ভারতকে করতে হবে আরও ২৮০ রান হাতে আছে মাত্র ৭ উইকেট। কি মনে হয় ভারত কি পারবে এই রানের পাহাড় পেরুতে? ৪৪৪ রানের টার্গেটে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ভারতের স্কোর হচ্ছে- তিন উইকেটে ১৬৪। চতুর্থ ইনিংসে ৪৪৪ রান মোটেও সহজ কম্ম নয় আর তা যদি হয় ইংল্যান্ডের ওভালে তাহলে তো রীতিমত রেকর্ড করতে হবে ভারতকে। পঞ্চম দিনে এসে ম্যাচের সমীকরণটা দাঁড়াচ্ছে এরকম- অস্ট্রেলিয়ার দরকার ৭ উইকেট আর কোহিলিদের দরকার ৪৪৪ রান। ইতিহাস অষ্ট্রেলিয়ার পক্ষেই কথা বলছে, নিঃসন্দেহে গত চার দিন ধরে আসিরা ভারতীয়দের ডমিনেন্ট করেছে, শেষ দিনেও আসিরাই এগিয়ে থাকবে। এই ম্যাচ জয়ের জন্য শেষ দিনে ভারতকে বিশেষ কিছু করতে হবে তা না হলে বিশ্ব টেস্ট চ্যম্পিয়নশীপের মুকুট'টা অসিদের ঘরেই চলে যাবে। এখন কথা হচ্ছে- কোনঠাসা এই ভারত পারবে কি বিশেষ কিছু করতে? বড় মঞ্চে বিগ ইনিংস খেলায় অভ্যস্ত ক্যাপ্টেন রোহিত হতাশ করেছে; সেট হয়েও ৪৪ রানেই থেমে গিয়েছে, নতুন সেনসেশন এ সময়ের ক্রেজ শুবমান গিল দুই ইনিংসেই ব্যর্থ, টেস্ট বিশেষজ্ঞ চেতেশ্বর পুজারাও করতে পারেনি কিছু, সব মিলিয়ে আগামীকাল ভারত এক কঠিন পরিস্থির সম্মুখীন হচ্ছে এটা নিশ্চিত কারন; ওভালে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটি ১২১ বছরের পুরোনো। ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬৩ রানের লক্ষ্য ছুঁয়ে ১ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। আর শুধু ওভালে কেন, ভারতকে জিততে হলে ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে নতুন এক রেকর্ড লিখতে হবে। সুতরাং বুঝাই যাচ্ছে দিনটি ভারতের জন্য মোটেও সুখকর কিছু হবে না, তবে আশার কথা হচ্ছে ক্রিজে এখনো টিকে রয়েছেন প্রথম ইনিংসে ভালো করা আজাঙ্কা রাহানে এবং সাথে আছেন দ্যা মেগা স্টার, দ্যা লিজেন্ড অন আর্থ, ওয়ান এন্ড অনলি, অনুষ্কার জামাই 'বি-রা-ট কো-হি-লি!!' উহহুহু!!.... ইয়েস বন্ধুগণ আমি বিরাট কোহিলির কথাই বলছি, যার কাছ থেকে বিরাট এক ইনিংস প্রত্যাশা করছি আমি। বহু যুদ্ধের যোদ্ধা এই কোহিলি'কে আর নতুন করে প্রামাণের কিছু নেই, বর্তমান ক্রিকেট বিশ্বে যে এক জীবন্ত কিংবদন্তি এবং সে অনুষ্কার মন জয় করে নিয়েছে ইতিমধ্যে, কাজেই আমি শুধু তার উইলো থেকে আরেকটি মহাকাব্যিক ইনিংসের অপেক্ষায় থাকবো আগামীকাল।



শুভ কামনা।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৩ রাত ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




