
চলছে এশিয়া কাপের দ্বিতীয় পর্বের খেলা, যেখানে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তান। খেলাটি শুরু হয়েছিল মূলত গতকাল যেখানে ভারত ২ উইকেটে ১৪৭ রান করার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় এবং খেলার বাকি অংশ আজ রিজার্ভ ডে তে গাড়ায়।

আজকের দিনটি পাকিস্তানের জন্য দুঃস্বপ্নের এক দিনে পরিণত করেছে ভারতের দুই ব্যাটসম্যান বিরাট কোহলি এবং কে এল রাহুল। পাকিস্তানি বোলারদের নাকের পানি, চোখের পানি সব একাকার করে দিয়ে দুজনেই সেঞ্চুরি হাঁকিয়ে পুরো খেলা শেষ করে তবেই ড্রেসিং রুমে ফিরেছে, তার মানে হচ্ছ- আজ সারাদিন ২৬ ওভার বল করেও পাকিস্তানি বোলাররা একটি উইকেটও ফেলতে পারেনি। বেধড়ক পিটুনি খেয়েছে পাকিস্তানের প্রতিটি বোলার। সব মিলিয়ে ভারত রানের পাহাড় গড়েছে ৩৫৬/২, যা এ যাবত কালে ভারত পাকিস্তানের মধ্যে যত ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে সর্বোচ্চ স্কোর (ওয়ানডে অবশ্যই)।
এর আগে গতকাল খুব শক্ত একটি ভিত গড়ে দিয়ে গিয়েছিলো ভারতের উদ্বোধনি জুটি রোহিত শর্মা এবং নতুন সেনশেসন সুবমান গিল, দুজনেই হাফ সেঞ্চুরির দেখা পেয়েছে এবং ১২১ রানের শক্ত একটি ভিত গড়ে দিয়ে গিয়েছিলো; আর আজকে কোহলি এবং রাহুল তাণ্ডব চালিয়েছে পাকিস্তানি বোলারদের উপর। ভারতের ৪ জন ব্যাটসম্যান ভালো রান করলেও কোহলির অর্জনের কাছে সবকিছু যেন ম্লান হয়ে গিয়েছে। আজকের এই ম্যাচটি কোহলিকে নিয়ে গিয়েছে অনন্য এক উচ্চতায়। ওয়ানডে ক্রিকেটে কোহিলির আজ ১৩ হাজার রানের গৌরবময় মাইল ফলক পূর্ণ হলো যা দ্রুততম সময়ে ১৩ হাজার রানের একটি বিশ্ব রেকর্ড। ওয়ানডে ক্রিকেটে কোহলিই সবচেয়ে কম ম্যাচ খেলে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন যা শচিনের চেয়েও দ্রুততম এবং আজকের এই সেঞ্চুরির সুবাদে কোহলির সেঞ্চুরির সংখ্যা দাঁড়ালো ৪৭ যা আরেকটি দ্রুততম ৪৭ সেঞ্চুরির বিশ্ব রেকর্ড। দুর্বার গতিতে কোহিলি শচিনের একের পর এক রেকর্ড সব ভেঙ্গে ফেলছেন, ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ভঙ্গ করতে কোহলির আর মাত্র ৩ টি সেঞ্চুরির প্রয়োজন তাহলেই লিটল মাস্টার শচিনকে পিছনে ফেলে হয়ে উঠবেন ক্রিকেটের মহাতারকা। কোহলির দ্বারা শচিনের যত রেকর্ড সব ভঙ্গ করা এখন সময়ের ব্যাপার মাত্র। আজকের এই দিনটি শুধুই কোহলির, দিল্লীর এই সেনসেশন ইতিমধ্যে অনুস্কার মন জয় করে নিয়েছেন আর এখন জয় করছেন ক্রিকেটের যাবতীয় সবকিছু, এ যেন - "আমি আসলাম দেখলাম এবং জয় করলাম সবকিছু"।
সাবাশ কোহলি।

নোট: এই পোস্ট যখন লিখছি তখন বৃষ্টির কারণে খেলা আবারও বন্ধ রয়েছে, পাকিস্তানের স্কোর: ৪৪/২, ১১। ভারত: ৩৫৬/২, বিরাট কোহলি ১২২ এবং কে এল রাহুল ১১১।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




