
বিগত ৫০ বছরেও দেশ ভালো কিছু দেখেনি তাই আমার মনে হয় সময় এসেছে এবার জামায়াতে ইসলামী'কে একবার সুযোগ দেয়ার। ৫ই আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর ভেবেছিলাম পরবর্তী নির্বাচনে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে যে কারণে আমি তাদের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টও করেছিলাম। কিন্তু দিন যত যাচ্ছে ততই দেখতে পাচ্ছি আওয়ামীলীগের মত বিএনপির উপরেও মানুষ চরম নাখোশ। বিগত ৫০ বছরেও বড় এই দল দুটি দেশকে দূর্ণীতি ছাড়া আর কিছুই দিতে পারে নি তাই মানুষ এখন বিএনপির উপরেও আস্থা রাখতে পারছে না। অপর দিকে জামাত ধীরে ধীরে সংগঠিত হচ্ছে এবং তাদের পক্ষে জনমত ভারী হচ্ছে। জামাতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ থাকলেও আমি মনে করি জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তারা বিএনপির চেয়ে অনেক কম দূর্ণীতি করবে, কারণ জামাত নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই বললেই চলে। তাই দূর্ণীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে জামাতের বিকল্প কিছু নেই। তাছাড়া বর্তমান এই বাংলাদেশের জন্য জামায়াতে ইসলামী'ই হচ্ছে যোগ্যতম একটি দল।
বিবিধ বিষয় গবেষণা করে আমি সিন্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে আমি জামাতে ইসলামিকেই ভোট দিবো, কারণ আমি বিশ্বাস করি যদি আগামী নির্বাচন শতভাগ সহীহ নির্বাচন হয় তাহলে জামায়াতে ইসলামী'ই ক্ষমতায় আসতে যাচ্ছে তাই অহেতুক অন্য দলকে ভোট দিয়ে নিজের মূল্যবান একটি ভোট জলে ফেলে দিয়ে লাভ কি? আর জামাত যদি ক্ষমতায় না আসে তাহলে বুঝতে হবে ওটা সহীহ নির্বাচন হয়নি অবশ্য বিএনপিকে একেবারে ফেলে দেয়া যায় না তাদের উপর মানুষ নাখোশ হলেও এখনো দলটির রয়েছে বিপুল জনপ্রিয়তা আর তাই আগামী নির্বাচনে হতে যাচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই, আর এই লড়াইয়ে আমি জামায়েতের পক্ষেই বাজি ধরবো, সুতরাং নো আওয়ামীলীগ, নো বিএনপি, জামায়াতে ইসলামী জিন্দাবাদ।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



