আমি ভোরের পাখি হতে চাইনা,
তার কলতান কেবল ভোরবেলাই চারিদিক মুখরিত করে।
আমি মধ্য দুপুরের সূর্য হতে চাইনা,
তার তেজ কেবল দুপুরেই বেশি থাকে।
আমি রাতের আকাশের চাঁদ হতে চাইনা,
যা কেবল রাতেই মায়াবি পরিবেশ সৃষ্টি করে।
আমি মাথার উপরের আকাশ হতে চাই,
যে কখনও হাসে,কখনও নীরবে অশ্রু ফেলে;
আবার কখনও সজোরে কাঁদে।
কিন্তু সর্বদাই তার অস্তিত্ব অনুভূত হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



