স^াধীনতার ৪০ বছর অতিক্রম করছি আমরা। আগামী ২০২১ সালে অর্ধশত বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছি। অথচ ৪০ বছরে জাতির যে জায়গায় যাওয়া দরকার ছিল, তার ধারে কাছেও পৌঁছাতে পেরেছি কি আমরা? যে উদ্দীপনা, ঐক্য, দায়িত্ব, সক্রিয়তা ও ত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জনে সফল হয়েছি, দেশ গঠনে এসব অনুপস্থিত। স্বাধীনতার মূল লক্ষ অর্জনের জন্য প্রতিটি নাগরিককেই হতে হবে সচেতন ও দায়িত্বশীল। আমরা প্রতিদিন দেশের জন্য যদি ১০ মিনিট ভাবি কাজ করি, অন্যদের তা করতে উদ্বুদ্ধ করি-সবার কাছে পৌঁছে দিই এই বার্তা তাহলে এই সামান্য ১০ মিনিট কাজের মাধ্যমে গড়ে তুলতে পারি শক্ত এক ভিত
কী কী করতে পারি এই দশ মিনিটে ?
জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যাম্পেনইন-এ অংশ গ্রহণ করতে পারি ।
লাইট/এসি/ফ্যান/গ্যাসের চুলা ও গাড়ির ব্যবহার ১০ মিনিট বন্ধ রাখতে পারি।
ইন্টারনেটসহ বিভিন্ন প্রচার মাধ্যমে ভালো বাণী পাঠাতে পারি।
টেলিফোনে অপ্রয়োজনীয় কথা বলার চেয়ে ১০ মিনিট কথা কম বলতে পারি।
দেশের জন্য ১০ মিনিট ভাবতে পারি।
দেশ ও জাতির স্থায়ী কল্যাণের রাজনীতিকে উৎসাহিত করতে পারি।
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুরনীতির বিরুদ্ধে কাজ করতে পারি।
যেসব কাজে সমাজ ও দেশ উপকৃত হবে সেইসব কাজে আত্তনিয়োগ করতে পারি ।
নারী মা, মেয়ে ও বোনকে জাতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভাবতে পারি । অনুরূপভাবে নারীরা ভাবতে পারে পুরুষকে নিয়ে।
স্ব-স্ব ধর্মের আদর্শের কথা ভাবতে পারি এবং নীতি-মূল্যবোধে দেশপ্রেম সম্পর্কে অগ্রজ ও অনুজকে অনুপ্রাণিত করতে পারি।
প্রতিদিনের ২৪ ঘণ্টার মধ্যেেেদেশের জন্য ১০ মিনিট সময় বের করা কঠিন কি ? মাত্র ১০ মিনিটের ভাবনাতে শুধু দেশের কল্যাণ হবে তা নয়, আমাদের মানসিকতাতেও ইতিবাচক পরিবর্তন আনবে। আনবে নির্মল পরিতৃপ্তি। তা না হলে দেশের জন্য মানুষ শহীদ হতো না। তাই আসুন সবাই দেশের জন্য আলাদা ভাবে ১০ মিনিট সময় দিই। পরবর্তী প্রজন্মের জন্য গড়ে তুলি সমৃদ্ধ সুন্দর শান্তিপূর্ণ ও সম্মানজনক স্বদেশ।
http://www.goldenbangladesh.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






