শেষ হতে চললো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ হবার আগে মেলায় অংশগ্রহনকারী হিসেবে মনে কষ্ট নিয়ে যে রেশ টুকু বয়ে নিয়ে যাব তাই আপনাদের শেয়ার করে গেলাম-
ঘটনা ১ : মেলায় অংশগ্রহনের আহবান জানায় ইপিবি (এক্সপোর্ট প্রমোশন ব্যুরো) । অংশ নেয়ার পর অংশগ্রহকারীদের তুলে দেয় কিছু রাজনৈতিক পান্ডাদের হাতে (গেট ইজারাদার)।
ঘটনা ২ : মেলায় প্রবেশের জন্য অংশগ্রহনকারীদের জন্য ইপিবি গেট পাশ দেয় বটে কিন্তু হাতে কোন পণ্য থাকলেই তার জন্য গেট ইজারাদারদের পান্ডারা টিকিট কিনতে বাধ্য করে। (আমার লান্ঞ বক্স এর জন্য প্রতিদিন একটা টিকিট (২০টাকা) কাটতে হত।)। একজন শুভাকাঙ্খীর দেয়া ৫টি ক্যলেন্ডার নিয়ে মেলায় প্রবেশ করার সময় পান্ডারা আমাকে ৩টি টিকিট নিতে বাধ্য করেছে।
ঘটনা ৩ : প্রতিটি প্যভেলিয়নের সামনের বৈদ্যুতিক খুটিতে অপরিকল্পিতভাবে লাগানো হয়েছে ৪টি করে লাইট বক্স। যা ঢেকে দিয়েছে প্যাভেলিয়নের আঙ্গিক সৌন্দর্যকে।
ঘটনা ৪ : বাধ্য করা হয়েছে একজন সরবরাহকারী হতে খাবার পানি সংগ্রহ করতে।
ঘটনা ৫ : পান্ডারা অংশগ্রহনকারীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের অন্তরালে কোন প্রকার সমস্যার বিষয়ে মিডিয়ায় কথা বলা হতে বিরত থাকতে হুমকি দিয়ে যেতেন। মিডিয়ায় পান্ডাদের বিরূদ্ধে তাদের কর্মের কিছুটা প্রকাশ পেলে প্রচারপত্র ছাপিয়ে তারা নিজেদের সাধু বানানোর চেষ্ষ্টা করে চলেছে।
ঘটনা ৬ : এবার মেলায় যারা গিয়েছেন, তারা দেখেছেন কি পরিমান টোকাই এবার মেলায় প্রবেশ করেছে। সবখানে ছিল ভ্রাম্যমান হকার। তারা পান্ডা মামাদেরই আর্শীবাদে মেলায় প্রবেশ করেছে বলে জানান।
সারকথা হচ্ছে মেলায় আর জৌলশ নেই। প্রতিনিয়ত অংশগ্রহন ফি বেড়েই চলেছে। সে তুলনায় অংশগ্রহনকারী কিংবা দর্শনার্থীদের জন্য কোন সুযোগ সুবিধাই বাড়েনি (আগে বসার জায়গা, খাবার পানির ব্যবস্থা ছিল।) বরং পুরো মেলা যেন প্রতিনিয়ত পরিনত হচ্ছে এক বড়সড় মফস্বল বাজার। নামে আন্তর্জাতিক তকমা। আঢালে দেশী পণ্যের বাজারে শেষ পেরেকটুকু ঠুকতেই বিদেশ হতে আমাদানী করা বাহারী ও নিম্ন মানের পণ্যের বাজারজাত। প্রতিনিয়ত অংশগ্রহন ফি বৃদ্ধির কারনে দেশের ক্ষুদ্র ও কুঠিরশিল্প প্রতিষ্ঠান সমুহ অংশই নিতে পারছেনা। ফলে নিম্নমানের বিদেশী পণ্যে সয়লাব হয়ে যাচ্ছে পুরো মেলা। অথচ কিছু দেশীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্যভেলিয়নে উপছেপড়া ভিড় ও বিক্রয় দেখে বোঝা যায়, মানুষ হাতের নাগালে পেলে দেশের পন্যটি কিনতেই স্বাচ্ছন্দ বোধ করে। কিন্তু মেলায় কয়টিইবা দেশী প্রতিষ্ঠান অংশ নিতে পারে? সময় ফুরাইনি, ইপিবি চাইলে এখোনো মেলায় আঙ্গিক রূপ আন্তর্জাতিক মানের দিতে পারে। তাই বলে দেশীয় উদ্যোক্তাদের ডেকে নিয়ে টাকা নিয়ে অংশগ্রহন করিয়েই রাজনৈতিক পান্ডাদের হাতে তুলে দিলে হবেনা। পুরো মেলার সময়জুড়ে খেয়াল রাখতে হবে প্রত্যেক অংশগ্রহনকারীদের, যারা আপনাদের আহবানে সাড়া দিয়ে আপনাদেরই ইজ্জতটুকু রক্ষা করে। সামান্য হিসেব করে দেখুন-কোন স্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের পক্ষে বিপুল পরিমান টাকা খরচ করে মেলায় শুধুমাত্র পণ্যের প্রসার ঘটাতে পারে, মেলার পুরো খরচটুকুও উঠাতে পারেনা। অথছ দেশেরই কিছু বিহারী বা হিন্দিভাষী মেলায় তারা ইন্ডিয়া বা পাকিস্থান হতে এসেছে বলে ক্রেতাদের বিভ্রান্ত করে নিম্ন মানের কিছু পণ্য ঘছিয়ে দিয়ে যাচ্ছে । এসবও ইপিবিকেই দেখতে হবে, নতুবা সেদিনও বেশি দুরে নয় যেদিন এ আন্তর্জাতিক বাণিজ্য মেলার তকমা মুছে ফেলে পরিনত হবে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠেয় মেলার রূপে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




