বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকে চালু হচ্ছে ফিফা গেইমের অনলাইন সংস্করণ। ব্যবহারকারীরা ফেইসবুকের মাধ্যমে বন্ধুদের সঙ্গে অনলাইনেই জনপ্রিয় এ গেইমটি খেলতে পারবেন।
ফেইসবুকে গেইমটি চালু করছে সামাজিক মিডিয়া গেইম ডেভেলপার প্রতিষ্ঠান প্লেফিশ।
প্লেফিশের প্রধান নির্বাহী ক্রিস্টিয়ান সিগারসটেল বলেন, ‘ফিফার অনলাইন সংস্করণটি একটি স্ট্রাটেজি গেইম। বন্ধুদের সাথে অনলাইনে খেলার মাধ্যমে নির্দিষ্ট দলকে ভোট দেয়া যাবে।’
গেইমে খেলার দক্ষতার উপর ভিত্তি করে খেলোয়াড় নির্দিষ্ট পয়েন্ট অর্জন করবেন এবং এ পয়েন্ট দিয়ে অনলাইনে দলের সদস্য কিনতে পারবেন।
দলের সদস্যরা মিলে গেইমটির ব্যবস্থাপনার কাজ করা যাবে।
এতদিন ফিফা গেইমটি কনসোল এবং কম্পিউটারের মাধ্যমে খেলা গেলেও অনলাইনে খেলাটি চালু করার জন্য প্লেফিশ গতবছর ফিফা গেইমের ডেভেলপার প্রতিষ্ঠান ইলেকট্রনিক্স আর্ট বা ইএ’র কাছ থেকে ৩০ কোটি ডলারের বিনিময়ে কিনে নেয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






