ভেব নাকো
জাহির হুসেন
আমি দগ্ধ আগুন বুকে চাপা বারুদ
ভেবো নাকো মুক্তি পেলে
অগ্নি দগ্ধতায় জ্বলে পুরে ছাই হয়ে
জন্ম নেবো তোমার কোলে
শুধু সময়ের দুরাচারে অবকাঠামোর রুপ বদল আমার।
আমি আষাঢ়ের মেঘ গর্জনের বিকট চিৎকার
ভেবো নাকো বসন্ত এলে
সে সুবাশিত বায়ু ঝড়ো হাওয়ার বেগে
বসন্ত সুখ দেবো দলে
হিংসার কঠিন বিষে ঝলসে যাওয়া বুক আমার।
সারাদেহের কোথাও ছিল না নাটুকে প্রেম
জন্মাই নি কোন মহাপুরুষ
উদারচিত্তে ঢেলে দিয়ে শুন্য হবার নই
যতদিন আছে প্রকৃতির হুশ
কঠিন বাস্তবতা বুকে চাপা প্রকৃতি আমি।
পুরোনো ভেঙ্গে নতুনের উত্তরনে
ভেবো নাকো জয় হল
সময়ের কাটা ঘুরিয়ে আবার এই নর্দমায়
পরাজয় দেখবে চোখ খোল
হাতবদল খেলবার সময় থেকে দুঃসময় আমি।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১০ ভোর ৫:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




