সভ্যতা
আমি সভ্যতার যাতাকলের কাঁচামাল
থেতলে যাওয়া বুকের রক্ত চোখে ভাসে,
বিষাক্ত লালা ঝরে যায় মুখ থেকে
হস্ত নখের হিংস্রতায় নতুন মাত্রা আসে।
আমি যে সভ্যতার বাহক।
ছুটে চলি রক্তের নেশায়
ছুটে যাই অনাহারী দরজায়,
খাবলে ধরি বুকের পাঁজর
দাঁত বসাই রক্তাক্ত কলিজায়।
আমার সে রক্ত ক্ষুধা বাড়ে।
বুভুক্ষের চোখ বেরিয়ে আসে
চালহীন ঘরে যুবতী মেয়ে,
বৃদ্ধ পাহারায় রাত কাটায়
হঠাৎ বাচ্চা প্রসব দেখে চেয়ে।
সে আমার সভ্যতার আহার।
রঙ্গ ছড়ানো সভ্যতার কোলে
ঘর ভেঙগে কেড়ে এনেছিলেম,
অবলীলায় রাতের ঘোর কেটে গেলে
দিনের আলোয় ছেড়ে দিলেম।।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




